Illegal Sand Mining in Midnapore Gramin. The locals are questioning the surveillance of the police and land department.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর গ্রামীণে বেনিয়মে উঠছে বালি। তাতে পুলিশ ও ভূমি দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। উল্লেখ্য, সম্প্রতি গুড়গুড়িপাল থানার কনকাবতীতে জেসিবি মেশিন দিয়ে বালি তোলার ছবি প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসে পুলিশ। খবর প্রকাশিত হওয়ার পরই গুড়গুড়িপাল থানার ওসিকে ক্লোজড করা হয়। কি কারণে ক্লোজড করা হয়েছে তা জানান নি জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।
আরও পড়ুন:- ফের লক্ষাধিক টাকার শাল গাছ চুরি মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন
পুলিশ সুপার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তার আগের ওসিকে সাসপেন্ড করেছিল অবৈধ বালি কারবার নিয়ে। তারপরও বৃহস্পতিবার মণিদহ গ্রাম পঞ্চায়েতের ঘনেশ্বরপুর এলাকায় কংসাবতী নদীতে দেখা গেল মেশিন দিয়ে বালি তোলা। তাতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। সূত্রের খবর, অবৈধ ভাবে এবং বেনিয়মে বালি তোলা বন্ধ করতে খাদান মালিকদের নিয়ে এক বৈঠকে জানিয়েছে গুড়গুড়িপাল থানার পুলিশ। কোনোমতে ওভারলোডিং নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।
Illegal Sand Mining
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্যপ্রাণ শিকার আটকাতে ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতা প্রচার পুলিশ ও বন দফতরের
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বেআইনি গুটখা-জর্দার গোডাউনে হানা পুলিশের, গ্রেফতার ১
পুলিশের নির্দেশের পরও মেশিন দিয়ে বালি উঠছে খাদানে। অনেকে প্রশ্ন তুলছেন, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ বালি কারবার রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ ও ভূমি দফতর। ওভারলোডিং ও বেআইনি পাচার রুখতে বিভিন্ন রাস্তায় বসেছে পুলিশের নাকা চেকিং। কিন্তু খাদানগুলিতে নিয়মিত নজরদারি চলে না। জেসিবি বা পোকল্যান্ড দিয়ে বালি তোলা নিয়মবর্হিভূত বলে অভিযোগ স্থানীয়দের। এতে নদীর গভীরতা বৃদ্ধি পাবে। তীরবর্তী কৃষি জমি তলিয়ে যেতে পারে নদীগর্ভে।
আরও পড়ুন:- প্রয়াত হলেন মহিষাদল রাজবাড়ির রাজমাতা ইন্দ্রানী গর্গ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Illegal Sand Mining
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore