Ravan Vadh
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দুর্গা পুজোর অন্যতম আকর্ষণ ‘রাবণ বধ’। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল জুড়ে এ রেওয়াজ বহুদিনের। পুজোর অন্যান্য দিন মন্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় না থাকলেও দশমী ও একাদশীর দিন ‘রাবণ বধ’ অনুষ্ঠান ঘিরে থিকথিকে ভিড়। মেদিনীপুর সদরের এনায়েতপুরে দশমীর দিন হয় আতসবাজী প্রদর্শনী ও রাবণ বধ। কয়েক হাজার মানুষের জনসমাগমে করোনা বিধি নিয়ে উঠেছে প্রশ্ন। কমিটির পক্ষ থেকে কোভিড বিধিনিষেধ মেনে চলা ও মাস্ক পরার মাইকিং করলেও থোড়াই কেয়ার। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। বিভিন্ন রঙবেরঙের আলোর রোশনায় মেতে উঠেন এলাকাবাসী। উপস্থিত দর্শনার্থীরা জানান, অষ্টমী পুজো দিতে ছাড়া পুজোর অন্যান্য দিন মন্ডপে আসেন না। অপেক্ষায় থাকেন রাবণ বধের অনুষ্ঠানের।
আরও পড়ুন:- প্রতিমা বিসর্জনে মেদিনীপুরে হবে না শোভাযাত্রা, কড়া নজরদারি থাকছে কংসাবতী নদীর ঘাটগুলিতে
আরও পড়ুন:- মেদিনীপুরের বারোয়ারি পুজোয় চলছে দেবীবন্দনা ও অঞ্জলি পর্ব , দেখুন ছবিতে
আরও পড়ুন:- স্টেডিয়ামের আদলে তৈরি পুজো মন্ডপে “খেলা হবে” মেদিনীপুর শহরে
Ravan Vadh
পাশাপাশি একাদশীর দিন গুড়গুড়িপাল ও বেলিয়াতে হচ্ছে আতসবাজী প্রদর্শনী ও রাবণ বধ অনুষ্ঠান। এদিনও ভিড়ের আশংকা প্রশাসনের। কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক থাকছে পুলিশও।অন্যদিকে শালবনীর গোবরুতে দশমীতে দুর্গাপুজোর বিসর্জনে ব্যাপক ভিড়। বিসর্জনের আগে ফাটানো হলো বাজি। সেই বাজির আগুনে পুড়ে জখম হলেন দুই মহিলা। তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয়রা জানান, বিসর্জনের সময় বাজির আগুন ছিটকে ভিড়ের মধ্যে পড়ে গেলে শাড়িতে আগুন লাগে। একজনের মাথাতেও পড়ে যায়। কোভিড বিধি নিয়ে একাধিক বিধিনিষেধ থাকলেও বিসর্জনে জমায়েত নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে বলেন, পুলিশ জেনেও চুপ ছিল। কোনোরকম পদক্ষেপ নেয় নি।
আরও পড়ুন:- পাঁশকুড়ায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালগাড়ির ৮টি বগি
আরও পড়ুন:- শিশুর নিস্তব্ধ আর্তনাদের যন্ত্রণা ফুটে উঠল মেদিনীপুর শহরের এক পুজো মণ্ডপে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ravan Vadh
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: One of the attractions of Durga Puja is ‘Ravan Vadh’. As a result, this custom has been going on for a long time throughout the jangalmahal of West Midnapore. On other days of the puja, there are no crowds of visitors in the mandap, but on the tenth and eleventh days, the ‘Ravana Badh’ ceremony is crowded. Fireworks display and Ravana massacre are held on the tenth day at Enayetpur in Medinipur Sadar. Questions have been raised about the Corona rule in public gatherings of several thousand people. On behalf of the committee, Covid complied with the restrictions and wore a mask, but little care was taken.
The police also had to work hard to handle the crowd. The locals are mesmerized by the colorful lights. Visitors present said that they do not come to the mandapa on other days of the puja except to perform the eighth puja. Waiting for the ceremony of killing Ravana. Besides, on the eleventh day, fireworks displays and the Ravana slaughter ceremony are being held in Gurguripal and Belia. Even today the administration fears the crowd. Police are also on high alert to prevent any untoward incident. The bet was cracked before abandonment.
Two women were injured in the fire. For this reason, they were rushed to Shalbani Super Specialty Hospital. According to the locals, the sari caught fire when the fireball fell into the crowd during the immersion. It also falls on one’s head. Although there are several restrictions on the Kovid rule, questions are being raised about the role of the police in the gathering. Many said the police were silent knowingly. No action was taken.