Teasing the Elephant
পত্রিকা প্রতিনিধি: ফের হাতিকে উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল হলো ঝাড়গ্রামে (Jhargram)। অনেকের অনুমান ভিডিওটি মানিকপাড়া (Manikpara) রেঞ্জ এলাকার (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিপ্লবী সব্যসাচী (Biplabi Sabyasachi))। ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পালের সামনে এক যুবককে ছুটে গিয়ে উত্যক্ত করতে। পাল্টা হাতি তাড়া করে নিয়ে এসেছিল তাকে। পরে আশেপাশে থাকা মানুষজনের চিৎকার শুনে হাতি ফিরে যায়। ফিরে গেলে ওই যুবক হাতির পেছনে গিয়ে তার দলের সামনে নাচানাচি শুরু করে।
আরও পড়ুন:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে সরল ‘মা’ ক্যান্টিন
আরও পড়ুন:- কর্মীসংকটের হতাশায় দিঘার রাষ্ট্রীয় কাজু উদ্যান
ভিডিও দেখে অনেকেই আতঙ্কিত। ওই পালে প্রায় চল্লিশটি হাতি রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তাতে হুঁশ নেই। হাতির পালের সামনে গিয়ে এক যুবকের নাচানাচির ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই নড়েচড়ে বসল বন দফতর। রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা (Birbaha Hansda) জানান, হাতিকে উত্ত্যক্ত করা কোনমতেই উচিত নয়। তাতে দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।
আরও পড়ুন:- ব্যাঙ্ক ডাকাতির আগেই ঝাড়গ্রামে ধৃত ৫ দুষ্কৃতীর পুলিশি হেফাজত
আরও পড়ুন:- ঝাড়গ্রামে মদ্যপ ছেলের হাতে খুন মা, শ্রীঘরে ‘গুণধর’
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার হাতিকে উত্যক্ত করার ভিডিও প্রকাশ্যে এসেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ও ঝাড়গ্রামের (Jhargram) বিভিন্ন এলাকার। কিছুদিন আগে হাতিকে উত্যক্ত করায় ঝাড়গ্রামে এক যুবককে আটক করা হয়। তারপরও হুঁশ নেই। এদিন ভাইরাল হওয়া ভিডিও দেখে ওই যুবকের খোঁজ শুরু হয়েছে বলে বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ওই যুবকের বিরুদ্ধে।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের বালিভাসায় টোল প্লাজার সামনে দাঁতাল ‘রামলাল’ এর আগমনে তুলকালাম এলাকায়, বিপর্যস্ত যান চলাচল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Teasing the Elephant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore