Home » Paschim Medinipur Police : পশ্চিম মেদিনীপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার লাগিয়ে গ্রেফতার ৭, জানালেন পুলিশ সুপার

Paschim Medinipur Police : পশ্চিম মেদিনীপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার লাগিয়ে গ্রেফতার ৭, জানালেন পুলিশ সুপার

by Biplabi Sabyasachi
0 comments

7 arrested for putting up posters with Maoist name in Paschim Medinipur, said Superintendent of Police

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বেশকিছু দিন ধরেই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। এই পোস্টার উদ্ধারের পর তদন্তে নেমে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এরা স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে। পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, নিজেদের স্বার্থ পূরণের লক্ষ্যে পোস্টার লাগিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টা চালিয়েছে।

Paschim Medinipur Police
নিজস্ব চিত্র

বিভিন্ন জায়গায় নাকা চেকিং, সিসি টিভির ফুটেজ ও বিশেষ সোর্সকে কাজে লাগিয়ে বিভিন্ন সূত্র মারফত সাতজনকে গ্রেফতার করে। এদের মধ্যে তিনজন ঝাড়গ্রামের বাসিন্দা। বাকিরা পশ্চিম মেদিনীপুরের। দীনেশ কুমার জানিয়েছেন, জেলায় পোস্টারিংয়ের আগে একটি পিকনিক করে সিদ্ধান্ত করে। তারপর একটি বাইকে করে জেলার বিভিন্ন এলাকায় এই পোস্টার কাণ্ড ঘটিয়েছে। নিজেদের স্বার্থ পূরণ করতে এবং এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টাতেই এই কাজ করেছে।

Paschim Medinipur Police

Advertisement

জয়ন্ত সামন্ত, সুশান্ত ঘোষ সহ সাতজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে আরও এগোতে চায় জেলা পুলিশ। এই সাফল্যের জন্য পুলিশ সুপার দীনেশ কুমার নিজে থেকেই এডিশনাল এস.পি হেডকোয়াটার, ডি.এস.পি অপারেশন শালবনী, ওসি গড়বেতা, আই.সি সি.কে রোড, উনাদের সবাইকে ১০০০০ টাকা করে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Paschim Medinipur Police

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.