Infection
আরও পড়ুন ঃ– মমতাকে ‘বেগম’ বলায় শুভেন্দু অধিকারীকে নোটিশ কমিশনের
পত্রিকা প্রতিনিধিঃ দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি প্রতিদিনই এরাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিধানসভা নির্বাচনের মধ্যেই রাজ্যজুড়ে সংক্রমণের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তবে করোনার প্রথম ধাপে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাজুড়েই করোনার প্রকোপ কমতে কমতে শূন্যতে চলে এসেছিল। ফলে বেশ কয়েকটি করোনা হাসপাতাল পুরোপুরি বন্ধই করে দেওয়া হয়েছিল। তবে গত ২৩ শে মার্চ ২০২১ -এ ফের করোনা আক্রান্তের খবর পাওয়া যায় এই জেলায়।
ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩০ জন , পূর্ব মেদিনীপুর জেলায় ৫৩ জন ও ঝাড়গ্রাম জেলায় আক্রান্ত হয়েছেন ২ জন বলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে।
তবে খড়গপুর, মেদিনীপুর ও ঘাটালের পাশাপাশি এবার ডেবরায় নতুন করে করোনা পজিটিভ পাওয়া গেল ৩ জন ব্যক্তির শরীরে।
জানা গিয়েছে, ডেবরা থানার ৫/২ গ্রাম পঞ্চায়েতের অন্তগর্ত হইপদ গ্ৰামের ৪০ বৎসরের এক জন মহিলা ও ১৮ বৎসরের তার ছেলে অপরদিকে ১০/২ গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে ৪৫ বৎসরের এক ব্যক্তির শরীরে কয়েকদিন আগে হঠাৎই করোনা উপসর্গ দেখা দেয়। সেই মতো তারা গত ৭ ই এপ্রিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতেই আজ, শুক্রবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে এই করোনা আক্রান্তদের সংস্পর্শে কারা কারা এসেছিল তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। তবে এই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত , ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে নয়া বিধি লাগু করল কেন্দ্র। তবে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে ‘টেস্ট, ট্র্যাক, ট্রিট’ প্রটোকল। রাজ্যগুলিকে নির্দেশে বলা হয়েছে, বেশি সংখ্যক পরীক্ষা করতে হবে, ট্র্যাক করতে হবে এবং সঠিক সময়ে রোগীদের চিকিৎসা করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া নির্দেশিকা ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ১.রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, যেখানে আরটি-পিসিআর পরীক্ষার অনুপাত কম, সেই সমস্ত জায়গায় দ্রুত বাড়াতে হবে। ২.নতুন পজিটিভ কেস আসলে দ্রুত পৃথক করা এবং সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা। ৩.প্রোটোকল অনুসারে, পজিটিভ করোনা আক্রান্তের পরিচিত আত্মীয় যাদের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন সনাক্ত করা এবং দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানো। ৪.কনটেইনমেন্ট জোনগুলি জেলা কর্তৃপক্ষ কর্তৃক সাবধানতার সঙ্গে চিহ্নিত করতে হবে এবং আক্রান্তের আত্মীয়দের করোনাবিধি মেনে চলার আদেশ দিতে হবে। ৫.কনটেইনমেন্ট জোনগুলির তালিকা ওয়েবসাইটগুলিতে সংশ্লিষ্ট জেলা কালেক্টর এবং রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা অবহিত করতে হবে ।এই তালিকাটিও নিয়মিতভাবে MoHFW এ পাঠাতে হবে। ৬.নির্ধারিত কনটেইনমেন্ট জোনগুলির মধ্যে, MoHFW দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রক পদক্ষেপগুলি যথাযথভাবে অনুসরণ করতে হবে, ঘরে ঘরে নজরদারি, আইএলআই / এসআরআই ক্ষেত্রে নজরদারি ইত্যাদি। ৭.স্থানীয় জেলা, পুলিশ এবং পৌর কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করবে এবং রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে বাধ্য থাকবে। ৮.রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, পরিস্থিতির মূল্যায়ন করে কোভিড -১৯ স্থানীয় বিধিনিষেধ আরোপ করতে পারে। ৯.তবে এখনই আন্তঃরাজ্য ভ্রমণের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করছে না কেন্দ্র।
আগামী ১ এপ্রিল থেকে ৪৫ বছর ও তার উর্ধ্বের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এনিয়ে বলেন, ‘আমি ৪৫ বছর এবং তার বেশি বয়সীদের কাছে আবেদন করছি, আপনারা ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করান৷’ এই মুহূর্তে কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছর বা তাঁর বেশি বয়সের লোকজন করোনার টিকা নিতে পারেন৷
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Infection
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore