Nilakurinji and blue hills
আরও পড়ুন ঃ-ব্রাউন টোস্ট ও আলুভাজা খেলে হতে পারে ক্যান্সার
নীলাকুরিঞ্জি, অতি সাধারণ, হালকা নীল রঙের ছোট ছোট ফুল। গন্ধও নেই তেমন। তবুও কেন তার এত কদর!
কারণ একটাই— সে অতি দুর্লভ। বারো বছর পর পর সে ফোটে। সেই সময় পশ্চিমঘাট পর্বতমালার নীলগিরি পর্বত আক্ষরিক অর্থেই নীল হয়ে ওঠে তার আগমনে।
সালেই জুলাই থেকে অক্টোবর তার ফুটবার
চেন্নাই হয়ে কেরলের কোচি শহর। সেখান থেকে বাসে বা গাড়ি ভাড়া করে যেতে হবে সবুজে মোড়া পাহাড়ি শহর মুন্নারে।
মুন্নারে ঢুকতেই মন ভাল হয়ে যাবে। গোটা শহর জুড়ে শুধু সবুজ চা বাগান। আর আছে ভেষজ উদ্ভিদের চাষ।
চারিদিকে বিভিন্ন আকারের পাহাড়, কোনওটা নীল, কোনওটা সবুজ।
এরই মধ্যে হঠাৎ পাশের পাহাড় থেকে হুট দুড়দাড় করে নেমে এল বেশ কয়েকটি ‘নীলগিরি থর’ নেমে আস্তে পারে। বুনো ছাগলেরই এক প্রজাতি, দেখতে কিছুটা হরিণের মতো। এই প্রাণীগুলি নীলগিরির নিজস্ব বাসিন্দা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Nilakurinji and blue hills
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore