1
পত্রিকা প্রতিনিধি – মানসিক অবসাদের জেরে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী এক বৃদ্ধা।মৃতার নাম জয়ন্তী পাত্র(৫১)।বাড়ি বেলদা থানার ঈশবপুর গ্রামে।পরিবার সুত্রে জানা বৃহস্পতিবার রাতে খোঁজখুঁজির পর না পাওয়া গেলে,নিজের বাড়িতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন।জানা গিয়েছে দিন কয়েক ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।