পত্রিকা প্রতিনিধি: এক গৃহবধুর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।বৃহস্পতিবার রাত থেকে অসুস্থ থাকার পর শুক্রবার সকালে হাসপাতালে আনার সময় মৃত্যু গৃহবধুর।মৃতার নাম খুকু জানা(২৬)।বাড়ি বেলদা থানার বাখরাবাদ অঞ্চলের ঘাড়বাঁক এলাকার।পরিবার সুত্রে খবর মৃতার ভাই দিন কয়েক আগে থেকেই তার বাড়িতে এসে ছিল।বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খুকু জানা কে সাধারন এক গ্রামীন ডাক্তারের কাছে চিকিৎসা করানো হয়।পরে শুক্রবার সকাল থেকে বেশি অসুস্থ হলে বেলদা গ্রামীণ হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় গৃহবধুর।কি কারণে মৃত্যু ওই গৃহবধুর।পরিবারের বক্তব্য অনুযায়ী শারীরিক অসুস্থতা থেকে মৃত্যু নাকি খাবারের কোন ক্রীয়া থেকে মৃত্যু।কি কারণে মৃত্যু খোঁজ চালাচ্ছে বেলদা থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
0