Blood Donation Camp : বুধবার কেশপুরের মহবনী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে আনন্দপুর থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবার এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার কেশপুরের মহবনী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে আনন্দপুর থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন : বর্ষার মরশুমে বন্যার আশঙ্কা ঘাটালে, জোরকদমে চলছে নৌকা সারাইয়ের কাজ
এর পরেই সেখান থেকে পারুলিয়া এলাকায় সংযোগ ও সমাধান পর্বে হাজির হলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। মূলত সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা পুলিশ। এবার এলাকার মানুষের যেসব অভাব-অভিযোগ এখনও পর্যন্ত থানায় পড়ে রয়েছে সেইসব অভাব-অভিযোগ সমাধান করা হবে এই সংযোগ ও সমাধানের মধ্য দিয়ে বলে জানানো হয় পুলিশের তরফে।অপরদিকে , গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদাতার ভূমিকায় উর্দিধারীরা।’
আরও পড়ুন : বিকল জেনারেটর, বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল, চরম ভোগান্তি
ফুটবে হাঁসি বাঁচবে প্রান,করলে তুমি রক্তদান’ একে মুলমন্ত্র করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উৎসর্গ ব্যানারে চন্দ্রকোনা থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে রক্তদাতার ভূমিকায় খোদ উর্দীধারীরা।বুধবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় চন্দ্রকোনা থানার তরফে। যেখানে রক্তদান করেন থানার সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কর্মীরা।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে আচমকাই আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার, ক্ষতি কয়েক কোটি টাকা
পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়। শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা সার্কেলের সিআই দেবাশীষ ঘোষ,চন্দ্রকোনা থানার ওসি রবী স্বর্ণকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয়। এর জেরে সমস্যায় পড়তে হয় বিভিন্ন মুমূর্ষু রোগীদের।এসময় ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পুরনে পুলিশের এই উদ্যোগ বলে জানা যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Blood Donation Camp
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore