Home » পুলিশ তৃণমূল নেতাদের বাড়ির চাকর : দিলীপ ঘোষ

পুলিশ তৃণমূল নেতাদের বাড়ির চাকর : দিলীপ ঘোষ

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: এবারের পুলিশকে হুঁশিয়ারি নয়, রীতিমতো তৃণমূল নেতাদের বাড়ির চাকরের সাথে পুলিশ কর্মীদের তুলনা করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সাত সকালে খড়্গপুর শহরে তালবাগিচাতে কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, পুলিশ তৃণমূল নেতাদের বাড়ির চাকর বাকরের মতো কাজ করেছেন। ঘুষ দিয়ে কিংবা নেতাদের ধরে চাকরি পেয়েছেন তাই এমন ব্যবহার করতে হচ্ছে। সামান্য লজ্জা থাকলে তৃণমূল নেতাদের বাড়ির বাসন মেজে দিতেন না কিংবা ঘর মুছে দিতেন না। দিলীপ ঘোষের এই মন্তব্যে রীতিমতো নিন্দার ঝড় জেলার রাজনৈতিক মহলে। BJP, Dilip Ghosh, TMC, West Bengal Police, Khargpur BJP, Kharagpur BJP,

আরও পড়ুন- মেদিনীপুর শহর ও শহরতলির ৩১ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ৫৪, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৬৬

খড়্গপুর শহরে্র তালবাগিচাতে বিজেপির কর্মসূচি


অন্যদিকে, এরা ২০২১ এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, এবারের নির্বাচন রাজ্য পুলিশকে দিয়ে হবে না, দিল্লির পুলিশ এসে বিধানসভা নির্বাচন করাবে রাজ্যে। বেগড়বাই করলে রুলের বারি পিঠে নিয়ে বাড়ি ফিরতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি। সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় বিজেপি কর্মীদের ওপর পুলিশি অত্যাচার করার অভিযোগও এনেছেন রাজ্য বিজেপির চিফ। সব মিলিয়ে সোমবার সকাল থেকে রাজনৈতিক বক্তৃতায় উত্তপ্ত রেলশহর।
সম্প্রতি ৫ ই আগস্ট তালবাগিচা রাম পুজো কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল । লাঠির আঘাতে আহত হয়েছিলেন একাধিক বিজেপি কর্মী সমর্থকরা । এমনকি খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকুমাল দাসের হাতেও আঘাত লেগেছিল ।আজ আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে তালবাগিচা রথ তলা মাঠের কাছে পুলিশের মারে আহত সেইসব কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে এরকম ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.