Home » বহুবিধ সরকারি প্রকল্পের ডালি নিয়ে দুই জেলায় ‘দুয়ারে সরকার’, বিপুল উন্মাদনা

বহুবিধ সরকারি প্রকল্পের ডালি নিয়ে দুই জেলায় ‘দুয়ারে সরকার’, বিপুল উন্মাদনা

by Biplabi Sabyasachi
0 comments

Multiple government projects

আরও পড়ুন ঃ-মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল ভিড় সামলাতে তৎপর পুলিশ কর্তারা, খতিয়ে দেখছেন সবকিছু

পত্রিকা প্রতিনিধি: সরকারি প্রকল্পের ডালি নিয়ে এবার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যার পোশাকি নাম দুয়ারে সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বাড়ি বাড়ি পৌঁছে দিতে এবং যারা যারা প্রকল্পের কথা জানেন না , তাদের জানাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার । ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে ৪ টি পর্যায়ে। প্রথম রাউন্ড ১-১২ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় রাউন্ড পনেরো থেকে চব্বিশ ডিসেম্বর তৃতীয় রাউন্ড দুই থেকে বারো জানুয়ারি এবং চতুর্থ রাউন্ড আঠারো থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে এ ক্ষেত্রে বলা হয়েছে জেলার প্রতিটি ব্লক ও পুরসভা অফিসের সামনে রাজ্য সরকারের প্রকল্পের স্টল করা হবে সেই সব তলে গিয়ে সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা।

সদর ব্লক অফিসে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল

স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট ,জয় জোহার, তফশিলি বন্ধু, খাদ্যসাথী ,শিক্ষার্থী, ঐক্যশ্রী, কন্যাশ্রী ,রূপশ্রী, কৃষকবন্ধু ,একশো দিনের কাজ প্রকল্পে স্টল করে বসেছেন সরকারি আধিকারিকেরা। সাধারণ মানুষ ওই সব স্টলে গিয়ে অতি সহজেই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন।প্রথম দিনেই দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল নিজে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর ব্লক অফিসে। সেখানে তিনি কাজকর্ম খতিয়ে দেখেন উপভোক্তাদের সঙ্গে কথা বলে । কর্মসূচীকর্মসূচি জনপ্রিয় করার জন্য জেলার বিভিন্ন ব্লকে বাউলগান আদিবাসী নৃত্য ঝুমুর গান ম্যাজিক শো এর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ ভাই তো ফিরেছে ওই কাল থেকে জনপ্রিয় করার জন্য জেলার বিভিন্ন ব্লকে বাউল গান, আদিবাসী নৃত্য, ঝুমুর গান, ম্যাজিক শো-এর ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট প্রকল্পগুলি ছাড়াও রাজ্য সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাত, প্রতিবন্ধী ভাতার সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। সরকার থেকে বলা হয়েছে যাঁরা পর্যন্ত নির্দিষ্ট সরকারি প্রকল্পের সুবিধা পান নি তাঁরা যেন দ্রুত ব্লক বা পুরসভা আয়োজিত ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে অতি সত্বর যোগাযোগ করেন।

Advertisement

অপরদিকে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত বাটলি বাট হাই স্কুল শুরু হলো এই প্রকল্পের কাজ। সেই প্রকল্পটির কাজ ঠিকঠাক চলছে কিনা তা পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএম বিভু গোয়েল। সঙ্গে ছিলেন এসডিও প্রণব গুই, পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র। দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী, ঐক্যশ্রী, রুপশ্রী, তপশীলি ,আদিবাসী এবং ওবিসি,জয় জোহার তপশীলি বন্ধু পেনশন প্রকল্প,কৃষকবন্ধু প্রকল্প, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী সহ মোট ১১ টি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে।ওই ক্যাম্পে সেল্ফ হেল্প গ্রুপের মহিলারা নিজেদের হস্তশিল্প প্রদর্শন করেন, এছাড়াও লোকশিল্পীদের তারা একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুয়ারে দুয়ারে সরকার পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএম বিভু গোয়েল


এছাড়া উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সহ এলাকার কাউন্সিলর, ও পৌরসভার আধিকারিক বৃন্দ। পূর্ব মেদিনীপুর জেলার ডিএম বিভু গোয়েল বলেন-“পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে এগারটি পরিষেবা হিসেবে এখানে কাউন্টার চলছে এছাড়াও বাকি যে সমস্ত সরকারি পরিষেবা সবই এখানে পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত প্রকল্প গুলি মানুষ কিভাবে পাবেন তার জন্য যথেষ্ট কর্মী নিয়োগ করা হয়েছে। ১ লা ডিসেম্বর থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত ক্যাম্প শুরু হচ্ছে। যার সাহায্যে মানুষ তার সমস্যাগুলির সমাধান করতে পারবেন এই ক্যাম্প গুলির মধ্য দিয়ে।”

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Multiple government projects

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.