বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভোটার তালিকায় নাম তুলুন। বিজেপি চক্রান্ত করছে, মনোনয়নের আগের দিন পর্যন্ত তারা নাম কেটে দিতে পারে। পুরোটাই গুজরাট থেকে পরিচালিত হচ্ছে। আর এই ভোটার তালিকার নামে এনআরসি করার চক্রান্ত চলছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে ঘাটালে বন্যা পরিদর্শনের পর সড়ক পথে মেদিনীপুর শহরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেশপুর এলাকায় রাস্তার পাশে দলীয় কর্মী সমর্থকদের দাঁড়িয়ে থাকতে দেখে কনভয় থামান তিনি। সেখানেই মাইক হাতে কিছুক্ষণ বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, কেশপুরের বিধায়ক শিউলি সাহা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

বাংলা ভাষা এবং বাংলাভাষীদের বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন, কিন্তু অত্যাচারিত হয়ে ফিরে আসছেন। তাদের জন্য আমাদের একটা পোর্টাল আছে। সেখানে আবেদন করুন সাহায্যের জন্য।
আরও পড়ুন : দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল! কেন্দ্রকে দুষলেন মমতা

বিভিন্নভাবে সাহায্য করা হবে।” বাম জমানায় কেশপুর সিপিএমের দুর্গ ছিল। সেই সময় থেকে মুখ্যমন্ত্রীর গলায় শোনা যেত এই কেশপুর সিপিএমের শেষপুর হবে। সেই স্লোগান আবার নতুন করে শোনা গেল। তিনি বলেন, “আগে কেশপুরে প্রচুর অত্যাচার হতো জামশেদ ভবনের নামে। সেগুলোই এখন বিজেপি হয়েছে। সেই অত্যাচারের বিরুদ্ধে একটার পর একটা ডেড বডি নিয়ে দিনের পর দিন আমি কেশপুরে এসেছি। এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম, সিপিএমের শেষপুর এই কেশপুর থেকে হবে। আজও বলে যাচ্ছি বিজেপির শেষপুর এই কেশপুর থেকেই হবে।” ভোটার তালিকার নামে এনআরসি করার চক্রান্ত করছে বিজেপি। তাই সকলকে ভোটার তালিকায় নাম তোলার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভোটার তালিকার নামে এনআরসি করার চক্রান্ত চলছে। বিজেপিকে আমি বিশ্বাস করি না। যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে তারা দয়া করে আবার ভোটে নাম তুলবেন। যদি মনে করেন আমার তো ভোটার লিস্টে নাম আছে, এখন আবার নতুন করে প্ল্যান করছে নামগুলো কিভাবে বাদ দেওয়া যায়। আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। প্রত্যেকে ভোটার তালিকায় নাম তুলবেন।” পরে কেশপুর থেকে বেরিয়ে মেদিনীপুর শহরে সার্কিট হাউসে পৌঁছান। এখানেই রাত্রিযাপন করবেন। বুধবার ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Voter NRC
Biplabi Sabyasachi Largest Bengali Newspape