Vidyasagar University
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে পন্ড হল নবীনবরণ অনুষ্ঠান। খোদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় অস্বস্তিতে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছিল নবীনবরণ অনুষ্ঠান। দুপুর থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে চললেও রাত্রি ন’টা নাগাদ অশান্তি বেঁধে যায় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে। বহিরাগতরা প্রবেশ করে ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। কয়েকজন পড়ুয়া মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা করিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জানা গিয়েছে, সন্ধ্যাবেলায় দুই গোষ্ঠীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তা মিটে গেলেও কিছুক্ষণ পরে মারধর শুরু হয়ে যায় শিল্পী ইমন সেন মঞ্চে ওঠার আগেই। বিশ্ববিদ্যালয়ের মত ক্যাম্পাসে এই ধরনের ঘটনায় নিন্দার ঝড়। সংঘর্ষের জেরে মঞ্চে উঠতে পারলেন না শিল্পী ইমন সেন। তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে হলো কলকাতায়। ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্তমান ছাত্র-ছাত্রীদের। তাদের অভিযোগ, দুই গোষ্ঠীর যখন অশান্তি বেঁধেছিল ঠিক সেই সময় বহিরাগত একদল এসে তাদের মারধর করে। ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে দোষীদের কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বর্তমান ছাত্র-ছাত্রীরা।
Vidyasagar University
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
তাদের দাবি, কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। ঘটনার নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, “নিন্দা জানানোর ভাষা নেই। ছাত্রদের মারধর করে হয়েছে। অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে। কর্তৃপক্ষের উচিত ব্যবস্থা গ্রহণ করা।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মেদিনীপুরের ঐতিহ্যময় বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নিন্দনীয়। বহিরাগতরা যদি সত্যিই প্রবেশ করে থাকে, আমরা সংগঠনের পক্ষ থেকে চাইবো দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয় হোক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিবে বলে আশা রাখছি।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper