iit kharagpur, iit, coronavirus, covid-19, health, latest bengali news, biplabi sabyasachi, medinipur
পত্রিকা প্রতিনিধি: জেলার স্বাস্থ্য দফতরের রবিবার রাতের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭জন যা পূর্বের দিনের আক্রান্তের থেকে অনেকাংশেই কম।মেদিনীপুর শহরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮জন। খড়্গপুর শহর,শহরতলি ও আই.আই.টি ক্যাম্পাস সহ মোট ৩৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও সবং, দাসপুর,ঘাটাল,দাঁতন,গড়বেতা সহ জেলার বিভিন্ন এলাকায় মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। iit kharagpur, iit kharagpur
আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র
খড়্গপুরের আই.আই.টি ক্যাম্পাসে ফের ২ জন পড়ুয়া সহ এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।জানা যায় ওই দুই পড়ুয়া (যুবক-২১ ও যুবক-১৮) খড়্গপুর আই.আই.টি ক্যাম্পাসের লাল বাহাদুর শাস্ত্রী ব্লকেই থাকতেন। কিছুদিন আগেই ওই একই ব্লকে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। সেই সূত্রেই ফের রবিবার রাতের রিপোর্টে ২ পড়ুয়া করোনায় আক্রান্ত হন।ওই ২ পড়ুয়া কম্পিউটার কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তির প্রথম ও চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা যায়। বিশেষ সূত্রের খবর প্রথম যেই পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন সেই ছাত্রের অ্যান্টিজেন টেস্টের নমুনা সংগ্রহ করেছিলেন রবিবার আক্রান্ত হওয়া স্বাস্থ্যকর্মী। প্রথম আক্রান্ত হওয়া ছাত্রের হাত ধরে ওই স্বাস্থ্য কর্মী ও পরে সেই সূত্রধরেই আইআইটির দুই পড়ুয়া করোনায় সংক্রমিত হয়েছেন তা নিয়ে ধন্দে রয়েছে আইআইটি কর্তৃপক্ষ ।
আই আই টি কর্তৃপক্ষ থেকে সাফ জানানো হয়েছে ওই সংক্রমিত ব্লকে যে ১১ জন পড়ু্য়া রয়েছেন তাঁরা সেখানেই হোম আইসোলেশনে রয়েছেন। চিন্তার কোনো কারণ নেই সেখান থেকে করোনা সংক্রমণের কোনো আশঙ্কা থাকছে না। অপরদিকে আই.আই.টি বিধান চন্দ্র রায় হাসপাতালের প্রথম শ্রেণির করোনা যোদ্ধা তথা স্বাস্থ্য কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় ওই ব্যক্তি(৫২) সম্প্রতি বাঁকুড়া থেকে ফিরেছিলেন। কিন্তু ফেরার পরেই ওই স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার উপসর্গ ( জ্বর- সর্দি- কাশি) দেখা যায়। তাই জন্য ওই ব্যক্তিকে নিজের ঘরেই হোম আইসোলেশন তিন দিনের জন্য রাখা হয়েছিল। গত শুক্রবার ওই ব্যক্তির লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রবিবার রাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে।
খড়্গপুর শহরের ভবানীপুর সংলগ্ন সুকান্তপল্লি এলাকায় তিন ব্যক্তির (৩৪,৩৫ও ৩০ বছর)করোনায় আক্রান্ত হয়েছেন।রেল শহরের ইন্দার আমডাঙা সংলগ্ন বামুনপাড়া এলাকার একই পরিবারের ৩ জনের (যুবক-২২, বৃদ্ধ৫৬, মহিলা-৪৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ছত্রিশ পাড়া, সাউথ সাইড, ১৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর, ২৭ নম্বর ওয়ার্ডের পু্রী গেট সংলগ্ন এলাকায় মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।খড়্গপুর লোকালের শোভাপুর সংলগ্ন প্রতাপপুর এলাকায় এক এক ব্যক্তির (৩০) করোনা রিপোর্ট পজিটিভ আসে। খড়্গপুর শহর তলীর বার বিটিয়া সংলগ্ন চাঙ্গুয়ালে এলাকায় একসঙ্গে একই পরিবারের ৩ জন (পুরুষ-৩০,যুবক-২৫, পুরুষ-৩০) আক্রান্ত হয়েছে বলে জানা যায় । এছাড়াও খড়্গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড সেটেলমেন্ট ধ্যান সিং ময়দানে এক যুবকের(২৮) করোনা রিপোর্ট প্রতিটি আসে।খড়্গপুর শহর ও শহরতলির তালবাগিচা, ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভবানীপুর ,ইন্দা সংলগ্ন এলাকার কমলা কেবিন, এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত শরৎপল্লী ও খড়্গপুর লোকালের আওতায় খরিদা অঞ্চলের কুমারপাড়া সংলগ্ন এলাকায় মোট ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi