Tuhin of Purba Medinipur rank fourth in Madhyamik Result 2023 ! 13 students of the district are among the top ten in the state.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ৭৫ দিনের মাথায় শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদ। বিগত বছরগুলির মত এবারও পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যান্য জেলা থেকে এগিয়ে। বিগত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারে অন্যান্য জেলা থেকে এগিয়ে থাকা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ তার ব্যতিক্রম হল না। মাধ্যমিকের সাফল্যের নিরিখে সারা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিকের পাশের হার ৯৬.৮৬ শতাংশ যা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে৷ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারের নিরিখে পূর্ব মেদিনীপুরের পরে রয়েছে কালিম্পং এবং তৃতীয় স্থানে কলকাতা। ১ থেকে ১০ নম্বরে মোট ১১৮ জন স্থান করেছে। রাজ্যে চতুর্থ স্থান অর্জন করেছে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুহিন বেরা। প্রাপ্ত নম্বর ৬৮৯ । প্রথম থেকেই শান্ত ও মিশুক ছেলে তুহিন।মা নীলিমা বেরা প্রাইমারি স্কুলের টিচার।
Madhyamik Result 2023
তুহিনের দাবী সময় দিয়ে পড়াশুনা করতাম না। ইচ্ছে হলে করতাম তবে এইরকম ফল হবে আশা করতে পারিনি।স্কুলের শিক্ষক -শিক্ষিকা, বাবা, মা,প্রত্যেকেই পড়াশোনাতে বেশ সাহায্য করতো।তবে চতুর্থ স্থান অর্জন করায় স্বাভাবিকভাবে খুশি পরিবার থেকে আত্মীয় স্বজন।তুহিনের প্রিয় বিষয় বায়লোজি।পরবর্তী সময়ে নিটস নিয়ে পড়তে চায় তুহিন। আনন্দে আত্মহারা তুহিনের পরিবার। অষ্টম স্থানে রয়েছে দুইজন।তার মধ্যে পাঁশকুড়া গার্লস স্কুলের ছাত্রী তিস্তা বেরা।প্রাপ্ত নম্বর ৬৮৫।মেয়ের এই নম্বরে খুশি পরিবার থেকে আত্মীয় স্বজন।
সময় দিয়ে পড়াশুনা করতো তিস্তা। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় তিস্তা।অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে এগরার রামকৃষ্ণ শিক্ষামন্দির হাইস্কুলের ছাত্র শুভজিৎ বাই। শুভজিৎ এর প্রাপ্ত নম্বর ৬৮৫। শুভজিৎ এর এই নম্বরে খুশি পরিবার ও আত্মীয় স্বজন।রেজাল্ট শুনে মিষ্টি খাইয়ে আনন্দে ফেটে পড়লেন পরিবারের লোকজন। নবম স্থানে রয়েছে ২ জন।নবম স্থান অধিকার করেছে নন্দনপুর আর কে মিশন বিদ্যালয়ের ছাত্র অর্কপ্রভ জানা। প্রাপ্ত নম্বর ৬৮৪।অন্যদিকে,নবম স্থানে রয়েছে কন্টাই চন্দ্রমনি গার্লস স্কুলের ছাত্রী কৃষ্ণকালী ত্রিপাঠী প্রাপ্ত নম্বর ৬৮৪।
আরও পড়ুন : একজন পঞ্চম, সপ্তম ২ জন, দশম ১জন! মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের ৪ পড়ুয়া
আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে পঞ্চম মেদিনীপুরের সুপ্রভ, প্রাপ্ত নম্বর ৬৮৮
দশম স্থানে রয়েছে ৩ জন।যার মধ্যে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র শুভাঞ্জন পাড়ই,প্রাপ্ত নম্বর ৬৮৩। ছেলের এরকম সাফল্যে খুশি পরিবারের লোকজনেরা। ছেলের সাফল্যের পর খুশিতে মিষ্টি মুখ করান মা ও পরিবারের লোকেরা। শুভাঞ্জন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হতে চান। অন্যদিকে,দশম স্থানে রয়েছে কোলাঘাট পাওয়ার পয়েন্ট হাইস্কুলের ছাত্রী সোনালী মাইতি।সোনালীর প্রাপ্ত নম্বর ৬৮৩। সোনালীর বাড়ি মেছেদার শান্তিপুর গ্ৰামে। দশম স্থানে রয়েছে অঙ্কন মন্ডল।তার প্রাপ্ত নম্বর ৬৮৩। অঙ্কন রঘুনাথবাড়ী রামতারক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অঙ্কনের এই সাফল্যে খুশি পরিবার থেকে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা।
আরও পড়ুন : কাপড় খোলার হুঁশিয়ারি! খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয় ভাঙচুর কুড়মিদের
আরও পড়ুন : এগরায় বিস্ফোরণ কান্ডে NIA তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ শুভেন্দু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper