Trinamool protests have started since the announcement of the list of candidates for the Municipal Elections in the state.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্যে পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে তৃণমূলের বিক্ষোভ। কোথাও দাদার অনুগামী অর্থাৎ বিজেপি কর্মীদের টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ কোথাও বা প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এইরকমই ঘটনা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভায়।
আরও পড়ুন:- মেদিনীপুর পৌরসভা নির্বাচনে তৃণমূলের দুই প্রার্থী তালিকা, ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ
আরও পড়ুন:- সরস্বতী আরাধনায় মেতে উঠলেন পশ্চিম মেদিনীপুর জেলাবাসী
এদিন এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থীর পদ বাতিলের দাবিতে ১২ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখালেন ঘাসফুল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি , বিজেপি থেকে আসা বর্তমানে ১২ নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী জয়ন্ত সাহু’কে পরিবর্তন করে তৃণমূলের যুবনেতা কৌস্তব দাস’কে প্রার্থী নির্বাচন করতে হবে এবং তা না হলে তারা পৌরসভা নির্বাচনে ভোট বয়কট করবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন।
Municipal Elections
আরও পড়ুন:- নানা জল্পনার পর মেদিনীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
যদিও এবিষয়ে তৃণমূল প্রার্থী জয়ন্ত সাহু’র এখানে পযর্ন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, আসন্ন পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় শাসক দলের কর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন রাজ্যে। সেই মতো এবার এগরায় তৃণমূলের প্রার্থী বদল এর দাবিতে ভোট বয়কট এর হুঁশিয়ারি দিতেও ছাড়ছেন না তৃণমূল কর্মীরা।আর এই পরিস্থিতিতে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপিও।
আরও পড়ুন:- মেদিনীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট
আরও পড়ুন:– তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? পূর্ব মেদিনীপুরের এসপি’কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
তাদের দাবি , পৌরসভা নির্বাচনের তালিকা প্রকাশের পর এই তোলামূলী দলের চটিচাটা নেতারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে, তাছাড়া ১২ নং ওয়ার্ডের আজকের এই বিক্ষোভের ঘটনায় প্রকাশ করেছে এই দলের এ বড়ো আমি বড়ো বলে। আর এই দেখে এগরার মানুষ মুখ লুকিয়ে হাসছে। এই দলের কোন নিয়ম নেই। তাছাড়া এগরার মানুষ গনতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিনিধি নির্বাচন করুক।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Municipal Elections
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Trinamool protests have started since the announcement of the list of candidates for the municipal elections in the state. For this reason, the trinamool activists are protesting against the demand for change of candidates. A similar incident was seen in Egra municipality of East Midnapore district.
After that, trinamool activists staged a protest in ward 12 demanding cancellation of the post of candidate of ward 12 of Egra municipality. Protesters have demanded that Trinamool youth leader Kaustav Das be replaced by Jayant Sahu, the BJP’s current Trinamool candidate in Ward 12, or else they will boycott the municipal elections.
However, Trinamool candidate Jayant Sahu has not responded so far. It is to be noted that since the announcement of the list of candidates for the forthcoming polls, the ruling party workers have been venting their anger in the state. In the same way, the Trinamool activists are not giving up warning to boycott the polls demanding change of Trinamool candidates in Egra this time.
They claimed that after the publication of the list of municipal elections, the leaders of this tolamuli party started competing among themselves. Moreover, the incident of today’s protest in the 12th ward has revealed that this party is big and I am big. As a result, the people of Egra are hiding their faces and smiling. This team has no rules. Moreover, the people of Agra should elect their representatives in a democratic manner.