Home » Suvendu Adhikari : “তৃণমূল মানে চোর, চোরেদের সঙ্গ দিচ্ছে সিপিএম ও কংগ্রেস”, শালবনীতে মন্তব্য শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari : “তৃণমূল মানে চোর, চোরেদের সঙ্গ দিচ্ছে সিপিএম ও কংগ্রেস”, শালবনীতে মন্তব্য শুভেন্দু অধিকারীর

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “তৃণমূল মানে চোর, চোরেদের সঙ্গ দিচ্ছে সিপিআইএম ও কংগ্রেস।” এমনই মন্তব্য করে ‘চোর মুক্ত পঞ্চায়েত’ গড়ার ডাক দিয়ে জঙ্গলমহলে ভোট প্রচার শুরু করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার জঙ্গলমহলের শালবনী থানার অন্তর্গত ভীমপুর থেকে পিড়াকাটা পর্যন্ত বিজেপি প্রার্থীদের নিয়ে পদযাত্রার আয়োজন করেছিল বিজেপি। যার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

পদযাত্রা শেষে সাংবাদিকদের সামনে সিপিএম, তৃণমূল, কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। সাথে বাঁকুড়ার ওন্দাতে ট্রেন দুর্ঘটনা ইসুতেও তৃণমূলকে জড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূল মানে চোর, চোরেদের সঙ্গ দিচ্ছে সিপিএম ও কংগ্রেস। পাটনাতে যা করেছে দিল্লিতে মোদীজি না থাকলে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ করবে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর পায়ে পড়েছে। দিল্লি থেকে সরকার বদল করে সমস্ত তদন্ত বন্ধ করতে চায়। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।

আর তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া।” পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। তিনি বলেন, “শাসক দলের যত অপরাধ হয়েছে, যত অন্যায় হয়েছে তার সবচেয়ে বড় দায় ওঁনার। উনি দক্ষিণবঙ্গের এই জঙ্গল এলাকা থেকে লাল ঝান্ডা মুছে দিতে চেয়েছিলেন শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে। পুলিশকে ব্যবহার, দৈহিক অত্যাচার থেকে শুরু করে জরিমানার লক্ষ লক্ষ কোটি টাকা আদায় দিতে বাধ্য করা থেকে এমন কোনো অপকর্ম নেই যে ওঁর মাথা থেকে বেরোয় নি।

আরও পড়ুন : আয়াদের দৌরাত্ম্য অব্যাহত মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

আরও পড়ুন : বাইক মিছিল করে বাড়ি বাড়ি মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ কুড়মিদের বিরুদ্ধে

উনি এখন বিরোধী দলের নেতা হয়েছেন। কিন্তু শাসক দলের যতগুলো অপরাধ, সব অপরাধের উনি হচ্ছেন এক নম্বর।” এদিন বাঁকুড়ার ওন্দায় ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ট্রেন দুর্ঘটনা বিভিন্ন টেকনিক্যাল কারণে হতে পারে। ভালো খবর যে কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। রেল বিষয়টা দেখবে। তবে ভারতের অন্য কোথাও এগুলো হচ্ছে না, আর পশ্চিমবঙ্গে কেন এগুলো হচ্ছে এটা রেলের বিশেষ করে তদন্ত করে দেখা দরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তার লোকেরা এর সঙ্গে যুক্ত কিনা সেটা তদন্ত হওয়া দরকার আছে।” পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর পিড়াকাটার পদযাত্রায় রাস্তার পাশ দিয়ে একটি বেসরকারি বাস থেকে হাত বাড়িয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলান ওই বাসের কন্ডাক্টর শিলাদিত্য চৌধুরী। বেলপাহাড়ির বাসিন্দা শিলাদিত্য চৌধুরী ২০১২ সালের ১২ আগস্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভাতে সারের দাম কেন বাড়ছে তা নিয়ে প্রশ্ন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে।

সেই সময় ভাষণ থামিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকর্তাদের বলেছিলেন, “ওই ব্যক্তি এখানে কি করে ঢুকলো? ও আসলে মাওবাদী, সিপিএম পাঠিয়েছে, ধরুন ওকে।” শিলাদিত্যকে এরপরে গ্রেপ্তার করা হয়েছিল। মাওবাদী তকমায় মামলা শুরু হয়েছে তার নামে। সেই শিলাদিত্য বেসরকারি বাসের কন্ডাক্টর। বাস থেকেই এদিন হাত বাড়িয়ে রাস্তায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলান। শুভেন্দু অধিকারী ও এগিয়ে গিয়ে হাত মিলিয়ে বলেন, “উনি মাওবাদী নন, রাষ্ট্রবাদী।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Suvendu Adhikari

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.