Home » দীঘায় বর্ষবরণে পর্যটকদের ভিড়, করোনা বিধি ভেঙে গ্রেফতার ৩০

দীঘায় বর্ষবরণে পর্যটকদের ভিড়, করোনা বিধি ভেঙে গ্রেফতার ৩০

by Biplabi Sabyasachi
0 comments

Digha

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বাঙালির বর্ষবিদায় ও বরণের আনন্দে মাতোয়ারা সমুদ্র সৈকতের পর্যটনকেন্দ্রগুলি। শুক্রবার সকাল থেকেই নিউ দীঘা, দীঘা,শংকরপুর,তাজপুর,মন্দারমণি, সর্বত্রই উৎসবের ছবি। দীঘায় বর্ষবরণে পর্যটকদের ভিড়। ওমিক্রন আতঙ্কের মধ‍্যেই দীঘায় বর্ষবরণে পর্যটকদের ভিড়। করোনা বিধি মানাতে কড়া প্রশাসন ও। তাছাড়া দিঘায়বেড়াতে আসা পর্যটকদের কোভিড বিধি কঠোর ভাবে মানতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে প্রতি নিয়ত।

আরও পড়ুন:- বছর শেষে ভিড় পার্ক থেকে মেলায়, সেলফি জোনের উদ্বোধন মেদিনীপুরে

Digha
নিজস্ব চিত্র : করোনা বিধি উপেক্ষা করে দীঘায় পর্যটকদের ভিড়

আরও পড়ুন:- রাতারাতি কোটিপতি ! এক কোটি টাকা পেলেন তমলুকের জাহাঙ্গীর খাঁন

মাস্ক না পরে দিঘায় ঘোরাফেরা করলেই ব্যবস্থা গ্রহন করছে পুলিশ। দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের থেকে জানা গেছে অধিকাংশ হোটেলের রুম সম্পূর্ণ বুকিং হয়েগেছে। এরই মাঝে যতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সমস্ত সর্তকতা নেওয়া হয়েছে হোটেলগুলি তরফ থেকে। মাস্ক এবং স্যানিটাইজারের ব্যাবহার করা বাধ্যতামুলক করার পাশাপাশি সকলে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে এসবের মাঝেও সৈকত শহরের থেকে নতুন বছরের আগমনী বার্তায় ওল্ড দীঘা সৈকতাবাস লাগোয়া বিশ্ববাংলা উদ্যান, ব্লু ভিউ ঘাট সংলগ্ন দ্বিতীয় বিশ্ব বাংলা উদ্যান সহ সমস্ত এখন রঙিন আলোর সাজে রাঙিয়ে তোলা হয়েছে।

Digha

আরও পড়ুন:- হলদিয়া থেকে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত একাধিক

আরও পড়ুন:- ছাত্র-ছাত্রীর অভাবে এবার পূর্ব মেদিনীপুরে বন্ধ হয়ে গেল ৭ টি জুনিয়র হাইস্কুল

প্রশাসন সূত্রে জানানো হয়েছে দীঘায় শুধু নয় মন্দারমনি তাজপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পর্যটন কেন্দ্রেই যাতে সমস্ত পর্যটক করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলেন তাঁদের জন্যও মাইকে প্রচার চালানো হচ্ছে পুলিশকর্মীরা পর্যটকদের সচেতন করার জন্য মাস্ক বিলি করছেন এর পরও যারা বিধি ভাঙছেন তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে এই প্রক্রিয়া আগামী দিনগুলোতে চলবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন:- ‘এবার অনয়’ মেদিনীপুর শহরে পোস্টার, গুরুত্ব দিতে নারাজ শাসকদল

অপরদিকে এদিন দীঘা ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করেছে এমন ৩০ জন পর্যটককে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা আইনে মামলাও দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে থানা থেকে ব্যক্তিগত জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাপক ভিড়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েনে করা হয়েছে বাড়তি পুলিশ। বাড়ানো হয়েছে মহিলা পুলিশকর্মীর সংখ্যাও। অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে সমুদ্র সৈকত সহ বিভিন্ন দ্রষ্টব্য জায়গায়। ড্রোনের সাহায্যেও নজরদারি চলছে। নাকা চেকিং চলছে আন্তঃরাজ্য সীমান্তগুলি সহ জেলা জুড়ে। জোর দেওয়া হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- অকাল বর্ষণ আর গজরাজের হানায় অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুরের কৃষকরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Digha

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.