Again BJP-TMC clash
আরও পড়ুন ঃ–দ্রুত গতিতে যান চলাচলে ছিঁড়ে পড়ল ৪৪০ ভোল্টের তার, অল্পের জন্য রক্ষা পেল কঁচিকাচারা
পত্রিকা প্রতিনিধি: ফের উত্তপ্ত নারায়ণগড়।এবার দুই রাজনৈতিক দলের মধ্যে মারধর ও বোমাবাজির ঘটনায় উত্তেজনা এলাকায়।ঘটনা বুধবার রাতে নারায়ণগড়ের গোপিনাথপুর এলাকার।তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন দু পক্ষের বেশ কয়েকজন।ঘটনায় বৃহস্পতিবার তিনজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযোগ, তৃণমূল দলের বেশ কয়েকজন কর্মী মিটিং সেরে ফেরার সময় বিজেপির কয়েকজন তৃণমূলের খুড়শি অঞ্চলের যুব তৃণমূলের নেতৃত্ব মদন সাউ এর উপর হামলা চালায়।হামলা চালায় বিজেপির বেশ কয়েকজন বলে অভিযোগ।রড,বাঁশ দিয়ে মারধর করা হয় বলে দাবি তৃণমূলের।
মাথায় রডের আঘাত করা হয় যুবনেতার উপর।তৃণমূলের অভিযোগ এলাকায় সন্ত্রাস করতে বোমাবাজি ও করেছে বিজেপি।তৃণমূলের পাল্টা প্রতিরোধে দুপক্ষের সংঘর্ষ ঘটে।সংঘর্ষে আহত হন বিজেপির কয়েকজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তৃণমূলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপির তিনজন কে গ্রেপ্তার করেছে।তৃণমূলের নারায়ণগড় ব্লকের সভাপতি মিহির চন্দ বলেন-“মিটিং সেরে ফেরার পথে হামলা চালিয়েছে বিজেপি।এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তারা।”অন্যদিকে বিজেপির বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে নারায়ণগড় উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ দে বলেন-“তৃণমূল প্রথমে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় ও এলাকায় বোমাবাজি করে।তৃণমূলের অভিযোগ মিথ্যা।”যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Again BJP-TMC clash
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore