Home » আজ ভরা কোটালে প্লাবনের আশঙ্কা, জেলা প্রশাসনের সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বৈঠক করলেন দুই মন্ত্রী

আজ ভরা কোটালে প্লাবনের আশঙ্কা, জেলা প্রশাসনের সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বৈঠক করলেন দুই মন্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ক্ষত এখনও সারেনি ইয়াসের (Yaas)। তারই মধ্যে আজ (২৬ জুন) ভরা কোটালে প্লাবনের আশঙ্কা করছে রাজ্য। বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে রাজ্যের থেকে। কোনোরকম ক্ষয়ক্ষতি রুখে কিভাবে ভরা কোটাল মোকাবিলা করা যায় তারই বৈঠক হলো পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। শুক্রবার মেদিনীপুর শহরে বৈঠকে হাজির ছিলেন, সেচ ও জলপথ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra), মন্ত্রী মানস ভূঁইয়া (Manas Bhunia), জেলা শাসক রশ্মি কোমল (Rashi Komal) সহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের (Jhargram) বিধায়করাও।

ইতিমধ্যে ইয়াসের ক্ষতিপূরণের আবেদন জমা পড়ার পর তদন্ত চলছে। ঘাটালেও জলস্তর নিচে। বাঁধ সহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সমস্ত বাঁধ মেরামত হয়েছে বলে জানান মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন বৈঠক শেষে তিনি বলেন, ইয়াসের থেকে শিক্ষা নিয়ে ভরা কোটাল মোকাবিলায় আজকের বৈঠক। ইয়াসে ক্ষতিগ্রস্ত সমস্ত বাঁধ মেরামত করা হয়েছে। ভরা কোটালের আগে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকায় প্লাবন রুখতে এবং কি কি কাজ বাকি আছে তা দ্রুত পদক্ষেপ নেওয়া এসব আলোচনা হয়েছে। ইয়াসে ব্যাপক ক্ষতি হলেও কেন্দ্র সরকারের থেকে কোনো রকম সহযোগিতা পাননি বলেও তোপ দাগেন তিনি।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.