ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মঙ্গলবার বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানার সাহাড়ি ফুটবল মাঠে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করেন। বুধবার বেলা প্রায় একটা নাগাদ ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্স থেকে কোলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনি ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড ময়দানের উদ্দেশ্যে রওনা হন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তিনি হেলিপ্যাড ময়দানে যাওয়ার আগে, ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে সারদাপীঠ কন্যা গুরুকুল স্কুলের শিক্ষিকাদের সাথে তিনি কথা বলেন তাদের ভালো মন্দ তিনি জিজ্ঞাসা করেন। সেই সঙ্গে শিশুদের হাতে তিনি খেলনা ও চকলেট তুলে দেন। এরপর বুধবার বেলা একটা দশ মিনিট নাগাদ তিনি ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড ময়দানে গিয়ে পৌঁছন । সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন।
তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার উন্নয়নের দিকে কোন নজর দেয়নি। বিজেপি শুধু রাজনীতি করার জন্য বাংলার কুৎসা ও অপপ্রচার করছে। বিজেপি মাটিতে নেই, মানুষের পাশে নেই, মানুষের কাজে নেই, আসমানে রয়েছে। উত্তর প্রদেশ সহ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে দলিতদের উপর নির্মম অত্যাচার হচ্ছে। সেদিকে কেন্দ্র সরকার ও ই ডি ,সি বি আই এর নজর নেই। নির্বাচনে বিজেপির প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করছে, সেই টাকার উৎস কি, কোথা থেকে সেই টাকা আসছে সে ব্যাপারেও ই ডি সিবিআই এর কোন উৎসাহ নেই ।
Mamata Banerjee
সেই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষের নাম না করে তিনি বলেন অর্পিতার বাড়ি থেকে কারো দলিল পাওয়া গেলে ইডি সিবিআই তাকে গ্রেফতার করে। তাহলে কোন একজনের বাড়ি থেকে বিজেপির এক নেতার বাড়ির দলিল পাওয়া গেছে, তাকে কেন ইডি ও সিবিআই গ্রেফতার করে জিজ্ঞাসা করছে না। বিজেপি বলে কি তার বিরুদ্ধে কোন কিছুই করা হবে না।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়গ্রামের গ্রামে মিটল জলের সমস্যা, খুশি এলাকাবাসী
আরও পড়ুন : অর্পিতা গ্রেফতার হলে দিলীপ ঘোষ নয় কেন! জঙ্গলমহলে মন্তব্য মমতার
ইডিও সিবিআই শুধু বেছে বেছে বাংলায় তৃণমূল কংগ্রেসের উপর নজর করছে। ছোটখাটো কোন বিষয় হলে ইডি ও সিবিআই রাস্তায় নেমে পড়ে। কিন্তু কেন বিজেপি নেতাদের গ্রেফতার করা হয়নি ,সে নিয়ে তিনি প্রশ্ন তোলেন । সেই সঙ্গে তিনি ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড ময়দানের চারি পাশে থাকা মানুষজনদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন । এরপর তিনি হেলিকপ্টারে চড়ে ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড ময়দান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে ঘাটাল মহকুমা হাসপাতালে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali