ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বৃহস্পতিবারের পর শুক্রবারেও পঞ্চায়েত বোর্ড গড়া নিয়ে দিনভর টান টান উত্তেজনা দেখা গেল ঘাটাল মহকুমার বেশ কয়েকটি জায়গায়। এদিন মহকুমাজুড়ে মোট ২০ টি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার কথা ছিল। তাঁর মধ্যে বোর্ড গঠন হয়েছে ১৮ টি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে স্থগিত হয়ে গিয়েছে ২টি। ১৮ টির মধ্যে ৩ টি বোর্ড গঠন করেছে বিজেপি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
যে দুটি জায়গায় বোর্ড গঠন স্থগিত হয়ে গিয়েছে সেগুলি হলো ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এবং চন্দ্রকোনা-২ ব্লকের বান্দিপুর-১ গ্রাম পঞ্চায়েত। মোহনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ থাকলেও আদিবাসী সম্প্রদায় তাঁদের মধ্যে থেকে প্রধান বা উপ প্রধান পদ দাবিতে অনড় থাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ফলে বোর্ড গঠন ভেস্তে যায় সেখানে। বান্দিপুর-১ গ্রাম পঞ্চায়েতে ভোটের ফলাফল ত্রিশঙ্কু। এখানে ১৫ টি আসনের মধ্যে তৃণমূল পায় ৭ টি, বিজেপি পায় ৭ টি, বোর্ড গঠনে অনুপস্থিত থাকে নির্দল প্রার্থী।
Panchayat Board
তৃণমূল-বিজেপি সমান সমান হওয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। উভয়ের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায়। ফলে সেখানেও বোর্ড গঠন স্থগিত হয়ে যায়। বিজেপি গতকাল যে তিনটি গ্রাম প্রঞ্চায়েতে বোর্ড গড়েছে সেগুলি হলো ঘাটাল ব্লকের সুলতানপুর, ইড়পালা এবং দাসপুর-১ ব্লকের রানীচক গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত গুলিতে ভোটাভুটিতে অংশ নেয় তৃণমূল। তার পরেই সংখ্যাগরিষ্ঠ ভোটে বোর্ড গড়ে বিরোধী শিবির। বিরোধী বোর্ড গঠন নিয়ে ঘাটালের সুলতানপুরে চাপা উত্তেজনা তৈরি হয়। ভোটাভুটির মাধ্যমে এখানে বিরোধী বোর্ডের প্রধান নির্বাচিত হন কৌশিক জানা এবং উপ প্রধান হন কাকলী কুঁড়েল।
আরও পড়ুন : ঝাড়গ্রামে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুড়মি নেতারা, এবার কি মিটবে কুড়মি জট ?
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের
সেই সময় গ্রাম পঞ্চায়েত চত্বরে জড়ো হয় বিজেপির কয়েকশো কর্মী সমর্থক। বোর্ড গঠনের পরেই তাঁরা যেমন একদিকে উচ্ছ্বাসে মেতে ওঠেন,অপরদিকে আক্রমনাত্মক হয়ে পড়েন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। গ্রাম পঞ্চায়েত বাইরে থাকা এবারের তৃণমূল মেম্বার তথা বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ বারিকের মোটরবাইকটি ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বাইকটির কিছু অংশ ভাঙা হয়েছে বলে দাবি বিশ্বজিৎ বারিকের। যদিও এবিষয়ে বিশ্বজিৎবাবু রাজনৈতিকভাবে তেমন কোনও করতে চাননি।
আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া
আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panchayat Board
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper