পত্রিকা প্রতিনিধি : কয়েকদিন বাড়িতে ছিলেন না তিনি আত্মীয়ের বাড়ি থেকে করোনার আতঙ্কের মাঝেই নিজের কাজ তিনি করে গেছেন কারণ তিনি যে স্বাস্থ্য দপ্তরের কর্মী পেশায় নার্স। আর বাড়িতে কেউ না থাকার সুবাদে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা বাড়ির আলমারির তালা ভেঙে নিয়ে গেল চোরের দল । ধাক্কা সামলাতে পারছেন না পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগরের বাসিন্দা পেশায় নার্স রিতু সামন্ত। কয়েকদিনে পর রবিবার সন্ধায় বাড়ি ফিরে বাড়ির চাবি খুলে বাড়ির ভেতরে গিয়ে দেখেন আলমারির চাবি ভাঙা! লকারের মধ্যে যাবতীয় গহনা সাথে নগদ টাকা গায়েব। দেখেন কেউ বা কারা বাড়ির পিছন দিয়ে দরজা ভেঙে ঢুকে সব নিয়েগেছে। মানসিকভাবে ভেঙে পড়েছেন রিতু দেবি। তিনি জানান কয়েকদিন তিনি সপরিবারে মামাবাড়ি গিয়েছিলেন। তিনি ক্ষীরপাইয় হাসপাতালের নার্স। মামাবাড়ি থেকেই ডিউটি করতেন। আর বাড়ি ফিরে দেখেন আলমারি ভেঙে টাকা সোনা সব চুরি গেছে। বাড়ি রঙ করার জন্য নগদ ৮০ হাজার টাকা রেখেছিলেন।সেটা সাথে লকারের যাবতীয় গহনা সব চুরি গেছে। তাঁর আক্ষেপ,আমরা যারা রাজ্যের মানুষকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে করোনার সাথে লড়ছি আর তাদেরই সেই মানুষ এমন ক্ষতি করছে! কাদের জন্য লড়ছি। অভিযোগ পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।
2
previous post