Home » Howrah Puri Vande Bharat Express : অপেক্ষার প্রহর শেষ! ২০ মে যাত্রা শুরু হাওড়া-পু্রী বন্দে ভারত এক্সপ্রেসের

Howrah Puri Vande Bharat Express : অপেক্ষার প্রহর শেষ! ২০ মে যাত্রা শুরু হাওড়া-পু্রী বন্দে ভারত এক্সপ্রেসের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১৮ মে পথচলা শুরু হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসের। জানা গিয়েছে, পুরী থেকে থেকে ওই দিন দুপুরে হাওড়া স্টেশন পৌঁছবে বন্দে ভারত। সব ঠিকঠাক থাকলে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রেল সূত্রের খবর, হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিট নাগাদ। প্রথম স্টপেজ খড়গপুর পৌঁছবে ৭ টা ৪০ মিনিট নাগাদ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Howrah Puri Vande Bharat Express
ফাইল চিত্র

পুরী পৌছবে ১২ টা বেজে ৩৫ মিনিটে। ফের পুরী থেকে রওনা দেবে দুপুর ১টা ৫০ এ।হাওড়া এসে পৌঁছবে রাত ৮টা ৩০ এ। তবে একটি ভাইরাল নোটিশে দাবি করা হচ্ছে, হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি পুরী যাওয়ার আগে মোট ৭ টি স্টেশনে থামবে। খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে থামবে ট্রেনটি। সূত্রের খবর ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকছে হাওড়ার উপরেই।

Howrah Puri Vande Bharat Express

টিকিট বুকিং শুরু

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৮ তারিখ বৃহস্পতিবার উদ্বোধনের পর ট্রেনটি ২০ মে শনিবার থেকে রেগুলার রানের জন্য চালু হচ্ছে। অর্থাৎ ওই দিন থেকেই হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন যাত্রীরা। আজ অর্থাৎ বুধবার থেকেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং করা যাচ্ছে৷ আইআরসিটি ওয়েবসাইট থেকে যাত্রীরা টিকিট বুক করতে পারেন। সপ্তাহে ৬ দিন করে চালানো হবে ট্রেনটি। শুধু বৃহস্পতিবারই চলবে না হাওড়া-পুরী বন্দে ভারত। হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসটিকে সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিন চালাতে চলেছে রেল। সেক্ষেত্রে একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই ট্রেনটি চলবে হাওড়া থেকে। যদিও উদ্বোধনের পরেই রেলের তরফে অফিসিয়ালি বিষয়টি স্পষ্ট করা হবে।

আরও পড়ুন : কাপড় খোলার হুঁশিয়ারি! খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয় ভাঙচুর কুড়মিদের

আরও পড়ুন : এগরায় বিস্ফোরণ কান্ডে NIA তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ শুভেন্দু

ভাড়া কত?
২২৮৯৫/৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী সহ ব্যবসায়িক ভাবে চলা শুরু করবে আগামী ২০ মে থেকে। এই সেমি হাইস্পিড অটোমেডেট ট্রেনটির ভাড়া হাওড়া থেকে পুরী ইকোনমি চেয়ার কারের জন্য ক্যাটারিং ছাড়া ১১২৫ টাকা ও ক্যাটারিং সহ ১২৪৫ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ক্যাটারিং ছাড়া ২২৪৫ টাকা ও ক্যাটারিং সহ ২৪০০ টাকা। পুরী থেকে হাওড়া ট্রেনে ইকোনমি চেয়ার কারের জন্য ক্যাটারিং ছাড়া ১১২৫ টাকা ও ক্যাটারিং সহ ১৪১০ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ক্যাটারিং ছাড়া ২২৪৫ টাকা ও ক্যাটারিং সহ ২৫৯৫ টাকা।

আরও পড়ুন : এগরায় বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন , ঘটনাস্থলে CID ও বোম্ব স্কোয়াড

আরও পড়ুন : আর যেতে হবে না থানায়! পশ্চিম মেদিনীপুরে হারিয়ে যাওয়া ফোনের অভিযোগ জানানো যাবে বাড়িতে বসেই

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Howrah Puri Vande Bharat Express

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.