Patient Death
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি মহকুমা হাসপাতাল। ডাক্তার ও নার্সদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হলেন মৃত রোগীর পরিবার থেকে আত্মীয়-স্বজনরা। কয়েক শতাধিক মৃতদের পরিবারের সদস্যরা হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। সংবাদমাধ্যমের কর্মীদের কাছে পেয়ে কার্যত চিকিৎসকদের উপর ক্ষোভ উগড়ে দেন রোগী পরিবারের সদস্যরা।জানাগেছে, জুনপুট উপকূল থানার রঘুসর্দাদবাড় গ্রামের বুধবার সকালে একটি অটো ভাড়া করে স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যাচ্ছিলেন। অসাবধানবশত যাএীবাহী অটোটি উল্টে যায়। গুরুতর জখম অক্ষয় বিজলি সহ বাকী পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে ছিলেন না কোন চিকিৎসক এমনটাই পরিবারের অভিযোগ।
আরও পড়ুন:- জেলা জুড়ে শহিদ দিবস পালন করল ছাত্র সংগঠন DSO
আরও পড়ুন:- পুলিশ দিবসে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান পশ্চিম মেদিনীপুরে
কর্তব্যরত নার্সকে চিকিৎসার জন্য বারবার অনুরোধ করলেও কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিনা চিকিৎসার কারণে মৃত্যু হয় অক্ষয় বিজলি (৩২) । এরপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন রোগীর মৃত্যুর পরিবার সদস্যরা।মৃত যুবকের বাবা দুলাল বিজলি বলেন ” বিনা চিকিৎসার কারণে আমার ছেলেকে হারালাম। কর্তব্যরত নার্সের গাফিলতির কারণে মৃত্যু হল আমার ছেলের। হাসপাতলে কোন চিকিৎসক ছিল না। বারবার অনুরোধ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ছিলেন না কোন হাসপাতালে আধিকারিকরা। আমার ছেলেকে কেড়ে নিলো অন্য কোন যাতে কোল খালি না হয় কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের শাস্তির দাবী জানাই “। হাসপাতালের সামনে কার্যত ভেঙ্গে পড়েন মৃত যুবকের মা অম্বিকা বিজলি। তিনি দাবি করেন ” এই নার্সের কারণেই আমার ছেলেকে হারালাম। আমি ডাক্তারকে খুন করে জেলে যেতে চাই “।
আরও পড়ুন:- মেডিক্যাল হাসপাতালে সাফাই অভিযান মেদিনীপুর পুরসভার, সামিল চেয়ারম্যানও
আরও পড়ুন:- পুঁজিপতিদের হাতে দেশের সম্পদ বিক্রি করছে বিজেপি, মেদিনীপুর শহরের কর্মসূচিতে সরব তৃণমূল নেতৃবৃন্দ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Patient Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Patient Death
Web Desk, Biplabi Sabyasachi online paper: East Midnapore District Contai Sub-Divisional Hospital took the battlefield around the death of a patient due to negligence of treatment. Relatives from the family of the deceased patient raised their voices alleging negligence in the duties of doctors and nurses. Hundreds of family members of the dead protested in front of the gate of the hospital. The family members of the patient got angry with the doctors after getting the information from the media personnel. The car overturned inadvertently. The rest of the family members including Akshay Bijli with serious injuries. His family members rushed him to Contai Sub-Divisional Hospital. The family complained that there was no doctor when Contai was brought to the sub-divisional hospital.
It is alleged that the on-duty nurse was repeatedly requested for treatment but was not given any importance. Akshay Bijli (32) died without treatment at around 5.30 pm. Dulal Bijli, the father of the deceased, said, “I lost my son without any treatment. My son died due to negligence of the nurse on duty. There was no doctor in the hospital. He did not take any action despite repeated requests.” Authorities at a hospital “took my son away and demanded punishment for the nurses and doctors on duty.” Ambika Bijli, the mother of the deceased, collapsed in front of the hospital. “I lost my son because of this nurse. I want to kill the doctor and go to jail,” he claimed.