পত্রিকা প্রতিনিধি: ইংরেজ আমলের তৈরি চন্দ্রকোনার ঐতিহাসিক স্থান ফাঁসির মঞ্চকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ প্রশাসনের।দীর্ঘদিন অবহেলায় পড়ে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিনত হয়ে উঠেছিল চন্দ্রকোনা ২ নং ব্লকের বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের ফাঁসিডাঙ্গার ফাঁসির মঞ্চ।চন্দ্রকোনার ঐতিহাসিক স্থানগুলির অন্যতম এই ফাঁসির মঞ্চ।কথিত আছে,ইংরেজ শাসনে চন্দ্রকোনায় চুয়াড় বিদ্রোহ প্রবল আকার ধারন করেছিলো।ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়েছিল চালর্স রিচার্ড ও মিঃ হেনরি নামের দুই শাসককে।১৭৯৮ খ্রীস্টাব্দে চুয়াড় বিদ্রোহ দমন করা গেলেও চন্দ্রকোনার বেশকিছু জায়গায় বিদ্রোহ জারী ছিলো।তৎকালিন চন্দ্রকোনায় চুয়াড় বিদ্রোহের নায়ক ছিলেন জুগল ও কিশোর।এদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে দমন পিড়নের বিদ্রোহ জারী ছিলো চন্দ্রকোনায়।চালর্স রিচার্ড ও মিঃ হেনরির নির্দেশে চুয়াড় বিদ্রোহের দুই নায়ক যুগোল-কিশোরকে ফাঁসি দেওয়া হয়।১৮১২ খ্রীস্টাব্দে চন্দ্রকোনার এই স্থানে প্রথম দুজকে ফাঁসির মঞ্চ করে ঝুলানো হয়।ধাপে ধাপে মোট ১৪ জনকে এই ফাঁসির মঞ্চে ঝুলানো হয়।পরবর্তি সময় চন্দ্রকোনার এই স্থানটি ফাঁসিডাঙ্গা নামে পরিচিতি লাভ পায়।বামআমলে একবার ফাঁসির মঞ্চকে সংস্কার করা হয়েছিল।একসময় দুরদুরান্তের মানুষ ছুটে আসতো চন্দ্রকোনায় ফাঁসির মঞ্চ চাক্ষুষ করতে।প্রশাসনের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে সুরাপ্রেমী ও দুস্কৃতিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল চন্দ্রকোনার এই ঐতিহাসিক স্থানটি।বর্তমানে চন্দ্রকোনা ২ নং ব্লক প্রশাসন ও স্থানীয় বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কোটি টাকা ব্যয়ে পার্কের আদলে আমুল সংস্কার করা হচ্ছে ফাঁসিডাঙ্গার ফাঁসির মঞ্চকে।গোটা জায়গাকে ঘিরে বাউন্ডারি ওয়াল,ফাঁসির মঞ্চকে ঘিরে বেদি তৈরি,সুবিশাল ফোয়ারা,বসার জায়গা,লেন,নানান জাতের গাছ,ফুলের বাগান,দোলনা সহ পানীয়জল,শৌচাগার এবং নজরদারি,রক্ষণাবেক্ষণের জন্য সর্বক্ষনের জন্য থাকবে নিরাপত্তা রক্ষী তাদের থাকার জন্যও গড়ে তোলা হচ্ছে বাড়ি।ঐতিহাসিক স্থান দর্শনের পাশাপাশি বিনোদনের সমস্ত রকম পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে ফাঁসির মঞ্চকে ঘিরে।নষ্ট হতে বসা চন্দ্রকোনার ঐতিহাসিক স্থান পুনরুদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক ছায়া দোলইকেও সাধুবাদ জানাচ্ছেন চন্দ্রকোনাবাসী।প্রশাসনের পাশাপাশি বিধায়কেরও উদ্যোগ রয়েছে ফাঁসিডাঙ্গার ফাঁসির মঞ্চ পুনরুদ্ধারে এমনই মত স্থানীয়দের।মাস তিনেকের অপেক্ষা নতুনরুপে চন্দ্রকোনাবাসী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ঐতিহ্যের ফাঁসির মঞ্চ।
2