ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাকি ধূলিকণা বাতাসে কার আধিপত্য বেশি সেইসব এর সঙ্গে আর কি কি জিনিস বাতাস দূষিত করছে তা জানতে পরিবেশে স্বাস্থ্যসুরক্ষা বাতাসের গুণগতমান পরীক্ষার কাজ শুরু করা হচ্ছে। হলদিয়া শিল্প শহরে বসানো হবে এয়ার কোয়ালিটি মনিটারিং মেশিন।
আরও পড়ুন:- হলদিয়া মেলা আপাতত বন্ধ থাকছে, ঘোষণা পূর্ব মেদিনীপুর জেলাশাসকের
আরও পড়ুন:- NSS কাজকর্মের স্বীকৃতিতে রাজ্যে সেরার শিরোপা পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
সুস্থ পরিবেশ সুরক্ষিত জীবন এমন ভাবনা থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হলদিয়া উন্নয়ন পর্ষদ, ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে হলদিয়া পৌরসভা গড়েছে বাতাসে গুণমান নজরদারি কমিটি। পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল এই কমিটির চেয়ারম্যান। হলদিয়া বাতাসের গুণমান পর্যবেক্ষণের সমূহ নজরদারি করবে এই কমিটি।
আরও পড়ুন:- মেদিনীপুর সংলগ্ন মোহনপুর ব্রীজের কাছে বিদ্যুতের খুঁটিতে হঠাৎ জ্বলে উঠল আগুণ, আতঙ্কিত এলাকাবাসী
সেই উদ্দেশ্যে হলদিয়া রানিচক ,তেঁতুলবেড়িয়া, মাতঙ্গিনী মোড়,ডিঘাসীপুর,পরানচক ,ইন্দোরামা ইন্ডাস্ট্রিয়াল জোন এবং হলদিয়া বন্দর এলাকা কে বেছে নেওয়া হয়েছে। মোট আটটি জায়গায় বসবে বাতাসের গুণমান পরিমাপক “ডিভাইস”। প্রত্যেকদিন রিপোর্ট সংগৃহীত হবে সেই রিপোর্ট জমা পড়বে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর কাছে। প্রতি তিন মাস অন্তর রিপোর্টে যাবে তিন ট্রাইবুনাল কিংবা পরিবেশ আদালতে।
আরও পড়ুন:- কোভিড বিধি মান্যতা দিতে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অভিযান জেলা ট্রাফিক পুলিশের
পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে হলদিয়া দশটি জায়গায় ডিসপ্লে বোর্ড বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। পথচলতি সাধারণ মানুষ নিজের শহরে বাতাসে গুণগতমান সেখান থেকে জানতে পারবেন। জানা যাবে দৈনন্দিন খবরাখবর সেইসঙ্গে পরিবেশ সুস্থ রাখার কর্মসূচিতে যোগ দেওয়া হয়েছে চারা গাছ রোপন।
আরও পড়ুন:- ফের পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতির হানায় জখম যুবক, ক্ষোভ এলাকাবাসীর
হলদিয়ার বিভিন্ন সড়ক ইতিমধ্যে ১৮ কিলোমিটার লম্বা জায়গায় চারা গাছ লাগানো হয়েছে। বিভিন্ন অফিস, হাসপাতাল চত্বর মিলে সাত হেক্টর জায়গায় লাগানো হয়েছে চারাগাছ। সেইসঙ্গে রাস্তার ধূলো সরাতে সুইপিং অর্থাৎ ঝাড়ু দেওয়ার কাজ করবে দুটি যন্ত্র। পাশাপাশি জল দিয়ে রাস্তা ধোয়ার চলবে ।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে মোবাইল চুরি করতে গিয়ে ধৃত যুবক, বেঁধে রাখলেন জনতা
এই প্রকল্প রূপায়ণে খরচ হচ্ছে দশ কোটি টাকা। হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রবীন্দ্রনাথ জানা বললেন হলদিয়া বাসীকে সুস্থ পরিবেশ উপহার দিতে বাতাসের গুণমান সঠিক রাখার পদক্ষেপ করা হয়েছে। এই বিষয়ে শিল্প সংস্থা গুলি কে সতর্ক করা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Haldia Air Quality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: In order to find out who is dominating the air with carbon dioxide, carbon monoxide, or dust, what else is polluting the air? Air quality monitoring machine will be installed in Haldia industrial town.
Haldia Municipality has formed an air quality monitoring committee with various administrative representatives including State Pollution Control Board, Haldia Development Board, Traffic Police with the idea of living a healthy environment. Chairman of the municipality Sudhanshu Mandal is the chairman of this committee. The committee will monitor Haldia air quality monitoring.
For that purpose Haldia Ranichak, Tentulberia, Matangini Mor, Dighasipur, Paranchak, Indorama Industrial Zone and Haldia Port area have been selected. A total of eight places will have air quality measuring “devices”. The report will be collected every day and submitted to the State Pollution Control Board. Reports will be sent to three tribunals or environmental courts every three months.
Initiatives have been taken to install display boards at ten places in Haldia to maintain transparency of the whole process. Ordinary people can know the quality of air in their city from there. It is learned that daily news as well as planting of saplings has been included in the program to keep the environment healthy.
Various roads in Haldia have already been planted with 18 km long saplings. Saplings have been planted in seven hectares of land in different offices and hospital premises. In addition, two sweepers will work to remove dust from the road. Besides, the road will be washed with water.
The cost of implementation of this project is ten crore rupees. Haldia Municipality Executive Officer Rabindranath Jana said that steps have been taken. To keep the air quality in order to give a healthy environment to the people of Haldia. Industry bodies have been warned about this.