Home » Ghatal Municipality : রাজ্য সরকারের প্রায় তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ পেল ঘাটাল পুরসভা

Ghatal Municipality : রাজ্য সরকারের প্রায় তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ পেল ঘাটাল পুরসভা

by Biplabi Sabyasachi
0 comments

The Ghatal municipality received a special allocation of about three crore rupees from the state government.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১৫৪ বছরের প্রাচীন পুরসভা। পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। অথচ, পুরসভার তিন ভাগের একভাগ রাস্তা আজও মাটি ও মোরামের তৈরি। কোথাও আবার সরু ড্রেনের মতো মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন শহরবাসী। সমস্যা সমধানে সক্রিয় হলো নগোরন্নয়ন দপ্তর। সম্প্রতি, ১৪ টি কাঁচা রাস্তাকে কংক্রিটের রাস্তায় পরিনত করতে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বাকি রাস্তার হাল কবে ফিরবে সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Ghatal Municipality
ফাইল চিত্র

পুরসভার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নগরোন্নয়ন দপ্তর ঘাটাল শহরে মোট ১৪ টি রাস্তা তৈরির প্রকল্পে প্রশাসনিক অনুমোদন দিয়েছে। তারমধ্যে মোট ১ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে ১২ টি রাস্তা হবে। তাতে ১৬ নম্বর ওয়ার্ডে তিনটি ও নয় নম্বর ওয়ার্ডে তিনটি, দশ ও এক নম্বর ওয়ার্ডে একটি করে মোট দুটি, সাত নম্বর ওয়ার্ডে দুটি ও ১৭ নম্বর ওয়ার্ডে দুটি রাস্তা তৈরি হবে। এছাড়া, আরও চারটি কাজের জন্য মোট ১ কোটি ৪৬ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়।

তারমধ্যে ১৪ ও ১১ নম্বর ওয়ার্ডে হাইড্রেন ও ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দুটি করে ঢালাই রাস্তা তৈরি করা হবে। যদিও শহরবাসীর দাবি, ওই বরাদ্দে শহরবাসীর নরক যন্ত্রনার শেষ হবেনা। কারণ, ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডে প্রায় ৬০ কিলোমিটার রাস্তা রয়েছে। তারমধ্যে ৪০ কিমি ঢালাই ও পিচের রাস্তা রয়েছে। বাকি ২০ কিমি রাস্তা মোরাম ও মাটির। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে একের পর এক চাষ জমি ভরিয়ে নতুন বহুতল তৈরি হচ্ছে।

আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে

আরও পড়ুন : ব্রিটিশ আমলের বাণিজ্য নগরী খড়ার শহরের রমরমা কাঁসা -পিতল শিল্প এখন বিলুপ্ত

অথচ, রাস্তার হাল দেখলে যে কেউ চমকে উঠবেন। বড়ো চওড়া রাস্তা মোরাম, ইট ভাঙা ও মাটি দিয়ে তৈরি। গলি রাস্তা সম্পূর্ন কাঁচা। স্থানীয় বাসিন্দা সুধাংশে সামন্ত বলেন, আমরা পুরসভা এলাকায় থাকি। ট্যাক্সও দিতে হয় অনেকটাই বেশি। অথচ পরিষেবা গ্রামের মতো। গ্রামেও এতটা খারাপ রাস্তা নেই। বেশি বৃষ্টি হলে গারি বার করা যায়না। জলের ব্যবস্থা নেই। জানিনা এই দুর্ভোগ থেকে কবে মুক্তি পাব। শুধু ১৬ নম্বর ওয়ার্ড নয়, শহরের বিভিন্ন ওয়ার্ডে এমন মাটির রাস্তা রয়েছে।

ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন বেরা বলেন, আর্থিক সঙ্কটের কারণে অনেক কাজ করা যাচ্ছেনা। এখনও প্রায় ২০ কিলোমিটার মোরাম ও মাটির রাস্তা রয়েছে। আমরা কংক্রিটের রাস্তার জন্য প্রকল্প তৈরি করে রাজ্যে পাঠিয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সাধ্যমতো সহযোগিতা করছেন। এবার আমরা ১৪ টি নতুন রাস্তা ও দুটি হাইড্রেন নির্মাণের জন্য প্রায় তিন কোটি টাকার অনুমোদন পেয়েছি। আশা করছি, দ্রুত সমস্যা সমাধান করা সম্ভব হবে।

আরও পড়ুন : কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই যুবকের ফাঁসি ও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

আরও পড়ুন : আকাশ থেকে পড়া যন্ত্র দেখতে উৎসাহীদের ভিড় চন্দ্রকোনার ক্ষেত্রপালে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.