The forest department has called for a festival to stop wildlife hunting in Paschim Medinipur. Organized at Chandra Range Office.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বনপ্রাণ শিকার প্রতিরোধে আলোচনা সভা হল বন দফতরে। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জ অফিসে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন, চাঁদড়া রেঞ্জ আধিকারিক সুজিত পন্ডা, গুড়গুড়িপাল থানার ওসি সুজয় লায়েক সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বন সুরক্ষা কমিটির সদস্য ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। কিভাবে বন্যপ্রাণ শিকার ছাড়াই উৎসব পালন করা যায় তারই আলোচনা হয় এদিন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এদিন সকলেই বন্যপ্রাণ শিকার আটকানোর জন্য প্রস্তাব রাখেন। বন সুরক্ষা কমিটিগুলিকে আরও সজাগ করার পাশাপাশি মাইকিং, পোস্টার ও আলোচনা সভা করে সচেতনতার বার্তা দেওয়ার উপর জোর দেন অনেকে। আগামীদিনেও আদিবাসী সমাজের মোড়ল ও বন সুরক্ষা কমিটিকে নিয়ে হবে সচেতনতা শিবির। আগামী ২০ মার্চ চাঁদড়া রেঞ্জে প্রথম শিকারের দিন রয়েছে। তার আগে সতর্ক বন দফতর ও পুলিশ।
Stop Wildlife Hunting
পুলিশের পক্ষ থেকেও এলাকায় মাইকিং, ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতার কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অতিতে দেখা গিয়েছে বেশ কিছু মানুষজন পুলিশ ও বন দফতরের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলে প্রবেশ করে হত্যা করেছে বন্যপ্রাণ। তাদের আটকাতে জঙ্গলেও নাকা পয়েন্ট করার সিদ্ধান্ত রয়েছে। ভিন জেলার শিকারিদের আটকাতে মূল রাস্তাতেও হবে নাকা পয়েন্ট। ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি।
আরও পড়ুন : সন্ধ্যায় জঙ্গলে আগুন, রাতে হাতির পাল জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে ভাঙল বাড়ি, আতঙ্ক গুড়গুড়িপালে
আরও পড়ুন : রেশন বন্ধ হবে না তো ? মেদিনীপুর সদরে বিধায়ককে প্রশ্ন সাধারণ মানুষজনের
এদিন উপস্থিত আদিবাসী সমাজের মানুষজন আশ্বাস দিয়েছেন বন্যপ্রাণ হত্যা করবেন না এবং বন দফতর ও পুলিশকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। চাঁদড়া রেঞ্জের উপপ্রধান তারকনাথ বেরা বলেন, “পঞ্চায়েতের পক্ষ থেকেও এলাকার মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হবে বন্যপ্রাণ শিকার বন্ধে।” তিনি প্রস্তাব দিয়েছেন, বন্যপ্রাণ শিকার না করে একদিন উৎসব করুক আদিবাসী মানুষজন, তাতে পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করব।”
আরও পড়ুন : পাঁচ কোটি ব্যয়ে জেলার সবথেকে সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত মার্কেট কমপ্লেক্স গড়ার পথে মেদিনীপুর পৌরসভা
আরও পড়ুন : ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে পশ্চিম মেদিনীপুরের আরভি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Stop Wildlife Hunting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper