Home » Hilsa Fish : মরসুমে প্রথম ১৪ টন ইলিশ উঠল দিঘায়, খুশি মৎস্যজীবীরা

Hilsa Fish : মরসুমে প্রথম ১৪ টন ইলিশ উঠল দিঘায়, খুশি মৎস্যজীবীরা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবশেষে চলতি মরসুমে প্রথম এশিয়ার সবচেয়ে বড় মৎস্য আড়ত দিঘায় উঠল সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছ। এর জেরে খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। মৎস্যজীবিদের থেকে জানা গেছে প্রায় ১৪ টন ইলিশ মঙলবার উঠেছে দিঘা মোহনাতে। তাঁরা জানিয়েছেন ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়ার সাথে ইলসেগুরি বৃষ্টি দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দিঘা মোহনাতে।

Hilsa Fish
নিজস্ব চিত্র

মৎস্যজীবিরা আশা প্রকাশ করেছেন এরপর ব্যাপকহারে ইলিশ দেখা মিলতে পারে দিঘা মোহনাতে । উল্লেখ্য নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে সমুদ্রে মাছ ধরতে নামলেও দীর্ঘদিন মৎস্যজীবিদের জালে উঠছিলো না ইলিশ।।মৎস্যজীবিদের মত মাছ প্রিয় বাঙ্গালীও হতাশ হয়ে পড়ছিলো। এর মধ্যে মংগলবার ইলিশ ধরা পড়তেই খুশির জোয়ার দিঘার মৎস্যজীবীদের মনে।

তবে দামে দরে সস্তা নয় বলে জানাচ্ছেন ক্রেতারা। সাইজ আশানুরূপ। ৫০০ থেকে প্রায় দেড় কেজি পর্যন্ত ইলিশ উঠেছে আজ। ১২০০ থেকে ২০০০ টাকা দর ইলিশ। অর্থাৎ ৫০০ থেকে ৭৫০ পর্যন্ত বারোশো টাকা, এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত ২০০০ টাকা দরে বিকোছে ইলিশ।তবে সমুদ্রের রূপালী ফসল ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ পেয়ে খুশী আমবাঙ্গালী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Hilsa Fish

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.