The Chief Minister will virtually inaugurate 30 Durga Puja 2023 in West Medinipur on October 12.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অন্যান্য বছরের মত এ বছরও বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার ৩০টি দুর্গাপূজার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 12ই অক্টোবর নবান্ন থেকে এই পুজোগুলির শুভ সূচনা হবে বলে জানা গিয়েছে। ৩০ টি পূজোর মধ্যে রয়েছে মেদিনীপুর মহকুমার দশটি পুজো, খড়গপুর মহকুমার ১৩ টি পুজো এবং ঘাটাল মহকুমার ৭ টি পুজো। মঙ্গলবার এই তালিকা চূড়ান্ত হয়েছে। তালিকা চূড়ান্ত হওয়ার পরেই মন্ডপ তৈরিতে চরম তৎপরতা শুরু হয়েছে কমিটির কর্তাদের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তালিকাভুক্ত পূজাগুলির মধ্যে রয়েছে ১) কোতোয়ালি থানার গণপতিনগর সর্বজনীন দূর্গাপূজা কমিটি, ২) গুড়গুড়ি থানার চন্দ্র সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ৩) গড়বেতা থানার ধাদিকা সর্বজনীন দুর্গোৎসব, ৪) গোয়ালতোড় থানার আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব , ৫)গড়বেতার সাত বাঁকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাব ৬) কেশপুরের কেশপুর সর্বজনীন দুর্গোৎসব, ৭) জেদলা ঐক্য সমিতি, ৮) আনন্দপুরের বড়জোড়া ভান্ডারিয়া পুজো সমিতি, ৯) আনন্দপুর গোপালনগর দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো, ১০) শালবনির পরিকাটা বাজার দুর্গাপূজা কমিটি,
Durga Puja
আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা
১১) খড়গপুর শহরের বিবেকানন্দ পল্লী বুলবুলচটি মহিলা সংগঠন, ১২) প্রেম বাজার সর্বজনীন অপারেটিং সোসাইটি, ১৩) উত্তর কালবেগেছিয়া সর্বজনীন দূর্গা পূজা কমিটি, ১৪) বারোভাষী ইয়ং স্পোর্টিং ক্লাব, ১৫) নারায়ণগড়ের মুকরামপুর গ্রাম কল্যাণ সমিতি, ১৬) বেলদার জহল্ডা সর্বজনীন দুর্গাপূজা কমিটি, ১৭) দাঁতনের সরাইবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি, ১৮) ডেবরার বালিচক গেট বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি, ১৯) ডেবরা বাজার সর্বজনীন সমবায় দুর্গাপূজা কমিটি, ২০) কেশিয়াড়ির ড্যাফোডিল সোসাইটি,
২১) সবং-এর তেমাথানি পল্লীশ্রী সর্বজনীন দূর্গাপূজা কমিটি, ২২) পিংলার জলচক গোকুলচক নদ্দেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ২৩) মোহনপুরের তানুয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ২৪) ঘাটালের ন্যাশনাল বয়েজ ক্লাব, ২৫) নিশ্চিন্দিপুর মহিলা দুর্গোৎসব কমিটি, ২৬) দাসপুরের রাধাকান্তপুর দুর্গোৎসব কমিটি, ২৭) সুলতাননগর দুর্গোৎসব কমিটি, ২৮) সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব, ২৯) চন্দ্রকোণার মানকুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ৩০) গোঁসাই বাজার পল্লী সর্বজনীন দুর্গোৎসব।
আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব
আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Durga Puja 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper