The Chief Minister Mamata Banerjee, visiting the Salboni Super Specialty Hospital, named two tribal girls, talk with other people.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূলের অধিবেশনে শালবনী স্টেডিয়ামে যোগ দেওয়ার আগের মুহুর্তে আচমকা পরিদর্শন করলেন শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। খোঁজ খবর নেন পরিস্থিতির। প্রসূতি ওয়ার্ডে দুই সদ্যোজাত আদিবাসী কন্যার নামকরণও করেন তিনি। শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচীর অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অধিবেশন স্থলের পাশেই হাসপাতাল। সভাস্থলে পৌঁছনোর আগে হঠাৎ করে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এর আগেও বিভিন্ন জেলায় হাসপাতালগুলিতে মুখ্যমন্ত্রী আচমকা হাজির হয়েছিলেন। ফলে এদিনও তিনি যে হাসপাতালে আসতে পারেন, এমন আভাস ছিলই। তাই প্রস্তুতও ছিল কর্তৃপক্ষ। সাধারণ মানুষজনদের নানা অভিযোগ থাকলেও হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামো থেকে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল থেকে।
Mamata Banerjee
একাধিক নির্দেশও দিয়েছেন জেলা শাসককে। এদিন বিকেলে হাসপাতালে ঢুকে মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন প্রসূতি বিভাগে। সেখানে এক মা তাঁর সদ্যোজাত যমজের নাম দিতে আবদার করেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “এক জনের নাম দিন সঙ্গীতা সোরেন আর এক জনের সঞ্চিতা সোরেন দিতে পারেন।” মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ রোগী ও রোগীর পরিজনেরা। হাতের সামনে পেয়ে ভুল করেনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দী করতে।
আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper