Kharagpur : খড়্গপুরে বেড়ে চলা চুরি-ছিনতাই নিয়ে রেল শহরের পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রয়োজনে রেলেও নাকা চেকিং করতে হবে। জি.আর.পি কেও সক্রিয় হওয়ার কথা বলেছেন তিনি। গোটা খড়গপুর শহরকে সিসিটিভিতে মুড়ে ফেলার নির্দেশ দেন।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রেল শহর খড়্গপুরে বেড়ে চলা চুরি-ছিনতাই নিয়ে রেল শহরের পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রয়োজনে রেলেও নাকা চেকিং করতে হবে। জি.আর.পি কেও সক্রিয় হওয়ার কথা বলেছেন তিনি।
জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এখন তো সব ২০০ টাকায় বন্দুক কিনে নিচ্ছে আর গুলি করে দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর হয়ে যাচ্ছে। ইদানিং এটা একটু বেড়েছে দেখছি।” এর পরেই পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ” বর্ডার এলাকায় এগুলো বেশি হচ্ছে। বিহার-ঝাড়খন্ড বর্ডার। ওখানে এসব বন্ধুক পাওয়া যায়। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন বিহারে এরকম একটি কারখানা ধরেছিলাম।
Kharagpur
আরও পড়ুন : “বিএ, এমএ পাস করে ছেলেরা কাঁটা বাঁশ কাটছে”, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানালেন লোধা নেতা
তিনি আরো বলেন, “রেলটাও ভালো করে নজর রাখতে হবে। কারণ ট্রেনে করে সব এরা আসে। উপরে পালংশাক নিচে বন্দুক কি করে বুঝবে।” গোটা খড়গপুর শহরকে সিসিটিভিতে মুড়ে ফেলার নির্দেশ দেন। তিনি আইসিকে প্রশ্ন করেন, “আপনি এলাকায় ভ্যান নিয়ে ঘোরেন? নাকা চেকিং করেন? আপনার সিসিটিভি কটা জায়গায় আছে?” আইসি জানান, দশটা জায়গাতে নাকা চেকিং চলছে অপরাধীদের ধরতে।
আরও পড়ুন : “নদীর ভাঙন আমার হাতে নেই, জলে টাকা ঢালতে পারব না এখন”, মেদিনীপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
এলাকায় মোট ১০৪ টি সিসিটিভি আছে। আরো কিছু সিসিটিভি লাগানোর পরিকল্পনা আছে। মুখ্যমন্ত্রী এরপর জানতে চান, ” সিসিটিভি গুলি কাজ করছে তো? আরোও সিসিটিভির প্রয়োজন আছে? প্রয়োজনে আরোও সিসিটিভি ব্যবস্থা করা হবে।” প্রসঙ্গত, দিনের পর দিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। চুরি-ছিনতাই, বাড়ি ফাঁকা পেলেই দিন দুপুরে চুরির ঘটনা ঘটছে।
এবার দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে উদ্যোগ নেয় খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুর শহরে চুরি ছিনতাই কমাতে যে সমস্ত শহরবাসী বাড়ি থেকে অন্যত্রে যাবে তাদের জানাতে হবে খড়গপুর টাউন থানার পুলিশকে। এরপর খড়গপুর টাউন থানার পুলিশরে তরফে ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে জানা যায়। তারপরে এই ধরনের চুরির ঘটনা ঘটলে সিসিটিভির ফুটেজ দেখে সহজেই দুষ্কৃতীদের ধরা যাবে। তবে টাউন থানার পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি খড়গপুর শহরবাসী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore