Home » Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দুর নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশ হাইকোর্টের

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দুর নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশ হাইকোর্টের

by Biplabi Sabyasachi
0 comments

Suvendu Adhikari, the leader of the Opposition security is set of instructions from the High Court

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে এবার একগুচ্ছ নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। রাজ্যের উচিত সেটাকে মর্যাদা দেওয়া। শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর এলাকার মধ্যে পড়ে।

আরও পড়ুন:- নবনির্বাচিত সভাপতি দায়িত্ব পাওয়ার পর শ্রমিক অসন্তোষ থেকে রেহাই পেল হলদিয়া শিল্পাঞ্চল

Suvendu Adhikari
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে পুলিশ আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

তাই সেখানে কোনওরকম রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। পাশাপাশি রাত ৮টার পর তাঁর বাড়ির এলাকায় কোনওরকম মাইক বাজানো যাবে না। বিচারপতি রাজশেখর মান্থার জানান, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ আলোচনার ভিত্তিতে সিসিটিভি কোথায় বসানো হবে তা ঠিক করবে।

Suvendu Adhikari

আরও পড়ুন:- ফের ঝাড়গ্রামের লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে ‘বাঘের আতঙ্ক’

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে মাটি খুঁড়ে উদ্ধার ৩৬ টি বন্দুক ও ৪৫০ টি কার্তুজ

তাছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারী এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, গত সপ্তাহেই শুভেন্দু অধিকারী মেদিনীপুরের নেতাইয়ে যাওয়ার জন্য আলাদা করে মামলা দাখিল করেছিলেন। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে এজি জানিয়েছিলেন, নেতাই কেন রাজ্যের যে কোনও জায়গায় বিরোধী দলনেতা যেতে পারেন। তার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার প্রশ্নই নেই।

আরও পড়ুন:- কাঁথি ও এগরা পুরসভার ভোটের প্রস্তুতি ঘিরে বৈঠক , মাঠে নেই বিরোধীরা

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেছিলেন, শুভেন্দু অধিকারীর যে কোনও সফরপথ বা তিনি যেখানে যাবেন, সেখানে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। অথচ এরপর শুভেন্দু অধিকারী গত ৭ জানুয়ারি নেতাই গেলে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ তোলেন। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে মাঝ রাত অবধি মাইক বাজানো হচ্ছে, বাড়ির দরজা, জানালা লক্ষ্য করে সিসিটিভি লাগানো হয়েছে, এ ছাড়া বার বার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন:- শহরের রাস্তাতেই মরণফাঁদ! প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

সম্প্রতি নেতাইয়ের ঘটনা তার উদাহরণ। এই সমস্ত বিষয় তুলে ধরেই সোমবার নতুন করে আদালতে আবেদন জানান শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতেই বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট রাজ্যকে আদালতে পেশ করতে হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন:- খড়্গপুরে বিধ্বংসী আগুন! ভস্মীভূত ২ টি দোকান

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Labor Unrest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.