Home » লালগড়ের নেতাইয়ে পুজোর উপহার দিলেন শুভেন্দু

লালগড়ের নেতাইয়ে পুজোর উপহার দিলেন শুভেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : রবিবার লালগড়ের নেতাই গ্রামে শহীদ স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় পুজোর উপহার হিসাবে পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে করোনা মুক্ত পৃথিবীর জন্যে মা দুর্গার কাছে প্রার্থনা করার জন্যে বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। Suvendu Netai, Suvendu Netai, Suvendu Netai, suvendu Adhikari, Jhargram Netai

আরো পড়ুন- শহরের বার্জটাউন দুর্গোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লালগড়ের নেতাইয়ে পুজোর উপহার দিলেন শুভেন্দু

এদিন তার উদ্যোগে গ্রামের ৫২ জন মহিলাকে সেলাই মেশিন, এবং ১৭ জনের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন। এদিন লালগড়ের নেতাই গ্রামে দাঁড়িয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যখন ছিলাম তখন আপনারা আমার জন্য হোম যজ্ঞ করেছেন। এজন্য আপনাদের প্রণাম। আপনাদের চাঁদ ধরিয়ে দিতে পারবো না, তবে নূন্যতম সহযোগিতা করবো। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।

আরো পড়ুন- খড়্গপুর গ্রামীণের লছমাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

সেলাই মেশিন উপহার দেওয়া হচ্ছে, স্বনির্ভর হয়ে উঠুন। বাড়ি প্রদান করা হচ্ছে। নেতাই এর শহীদদের পরিবারের পাশে ২০১১ থেকেই আছি, তাই এবারেও পুজোর উপহার দিতে এসেছি। আপনারা দূরত্ব বজায় রেখে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে মায়ের পুজো দেবেন। প্রার্থনা করবেন যাতে পৃথিবী করোনা মুক্ত হয়। প্রত্যেক বছর দূর্গা পুজোর সময় আহত এবং নিহিত পরিবার গুলির পাশে থাকি। গত সাতেই জানুয়ারি আমি যখন এখানে এসেছিলাম গ্রাম বাসীদের মধ্যে কিছু আহত পরিবার ও নিহত পরিবারের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখেছিলাম। আমি তখন বুঝেছিলাম। তারপর আমি তাদেরকে নিয়ে ওই দিনেই একাখানের কমিনিউটি হলে আলোচনা করেছিলাম।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.