পত্রিকা প্রতিনিধি : সূর্যের তাপ কমে আসছে । আগামী দিনে দেখা দিতে পারে প্রবল শীত।একের পর এক বিপদ ।ঘূর্ণিঝড় উমপুনের প্রভাবে সারারাজ্য লন্ডভন্ড । প্রাণ গিয়েছে অনেক মানুষের ।তার ওপর মারণ ভাইরাস করোনার সংক্রমণ বিশ্বজুড়ে ।ত বে এর মধ্যেই আগমন ঘটল এক নতুন সংকটের। আশঙ্কা জানালেন বৈজ্ঞানিকরা।
জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে ক্রমশ বেড়েই চলেছে সূর্যের তেজ এবং উজ্জ্বলতা। কিন্তূ এবার তাঁরা দাবি জানালেন যে পরিস্থিতি ক্রমশ হয়ে চলেছে এর উল্টো। পৃথিবীতে আশ্চর্যরকম ভাবে বাড়তে পারে শীতের পরিমাণ। সূর্যপৃষ্ঠের উপরে ঘটে চলা ক্রিয়াকলাপের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তবে এরম পরিস্থিতি নাকি এই প্রথম নয় এর আগেও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলো গোটা পৃথিবী।
জ্যোতির্বিজ্ঞানী ডঃ টনি ফিলিপস মতানুযায়ী, পৃথিবীতে একরকম সোলার মিনিমাম’ পর্ব চালু হয়েছে। তিনি জানিয়েছেন, সূর্যের শরীরে সৌর কলঙ্কের চিহ্ন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাই এরকম একটি পরিস্থিতি একেবারেই আশ্চর্যজনক হবেনা। শুধু তাই নয়, এর সাথে সূর্যের চুম্বকীয় ক্ষমতাও ধীরে ধীরে কমে আসছে। ফলে মহাজাগতিক রশ্মি অতিরিক্ত মাত্রায় সৌরজগতে প্রবেশ করছে। যার ফলে একটি ভয়ংকর ভূমিকম্প হলেও হতে পারে সমগ্র পৃথিবী জুড়েই।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল