পত্রিকা প্রতিনিধি :কলকাতার মহাকরণের নিজের সার্ভিস রিভলবার থেকে ছোড়া গুলিতে প্রাণ গিয়েছে কলকাতা পুলিশের পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের পুলিশকর্মী বিশ্বজিৎ কারকের।বিশ্বজিৎ বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের শিবয়ার গ্রামে গ্রামের বাড়িতে খবর পৌঁছানো মাত্রই শোকস্তব্ধ হয়ে পড়ল গোটা গ্রাম। জানাযায় ২০১০ সালে কলকাতা পুলিশে যোগ দেন বিশ্বজিৎ। এরপর থেকে স্ত্রীকে নিয়ে কলকাতাতেই থাকতে শুরু করেছিলেন কলকাতা পুলিশে কর্মরত এই পুলিশ কর্মী। নিহত পুলিশ কর্মীর বিশ্বজিতের বাবা গোপাল কারকের দাবি, বছরখানেক আগে পাতিপুকুরে এক ফ্ল্যাট নেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বিশ্বজিত। শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের তরফে বাবা গোপাল কারককে টেলিফোনে জানানো হয় ছেলের মৃত্যুর সংবাদ। এরপরেই শোকে কাতর নিহত পুলিশ কর্মীর বাবা। ২০১৯ সালে পরিবারের এক সদস্যের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বিশ্বজিৎ। এরপর তার বাবা-মা দু’একবার কলকাতার বাড়িতে গেলেও ছেলে আর আসেনি গ্রামের বাড়িতে। ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই হাতে ছেলের ছবি নিয়ে বাড়ির দাওয়ায় বসে রয়েছেন শোকে পাথর বাবা।
0