বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। স্কুলে না গিয়ে পাঁচ বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া এলাকায়। তাদের মধ্যে একজন জলাশয়ে স্নান করতে নেমেছিল। সেখানেই জলে তলিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাটি সোমবার মেদিনীপুর সদরের আমড়াতলা ড্যাম এলাকায়। ওই ছাত্রের নাম অংশু দাস (১৭)। বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। জানা গিয়েছে, এদিন সকাল দশটার পরে অংশু বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : মানুষের ঘেরাটোপে নদীর চরে আটকে রইলো শাবককে নিয়ে হাতির দল
স্কুলে না গিয়ে অংশু সহ আরও চার বন্ধু সাইকেলে করে চলে যায় গুড়গুড়িপাল থানার আমড়াতলা ড্যামে। সেখানেই অংশু স্নান করবে বলে জলাশয়ে নামে। সে নাকি সাঁতার জানে বলেও বন্ধুদের জানিয়েছিল।

আরও পড়ুন : সরকারি জায়গা দখল করে ঢালাই !নির্মাণ ভেঙে দিল পৌরসভা
স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে গুড়গুড়িপাল থানায় খবর দেয়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জলে নেমে দীর্ঘক্ষণ পর তাকে উদ্ধার করে। খবর দেওয়া হয় ওই ছাত্রদের পরিবারে।

আরও পড়ুন : ট্রেনে মাদক দেওয়া লাড্ডু খেয়ে অজ্ঞান! মেদিনীপুর স্টেশনে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর একটা নাগাদ ওই ঘটনাটি ঘটে। সাড়ে তিনটে নাগাদ ওই ছাত্রের নিথর দেহ জল থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

আরও পড়ুন : শৌচকর্মে বেরিয়ে শালবনীতে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের
সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নেমেছে শোকের ছায়া। বাকি ছাত্রদের পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়। দুর্ঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্ররা আজ স্কুলে আসেনি। উল্লেখ করা যায়, ওই জলাশয়ে ২০২৩ সালের অক্টোবর মাসে মেদিনীপুর মেডিকেলের এক এন্টার্ণের জলে ডুবে মৃত্যু হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Student death
Biplabi Sabyasachi Largest Bengali Newspape