Chief Medical Officer of Health : করোনার চতুর্থ ঢেউয়ে পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত ৮৮৬ জন। তা সামাল দেওয়া সহ একাধিক কারণে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বিভিন্ন জেলার ২৬ জন স্বাস্থ্যকর্তাকে বদলির নির্দেশিকা। সেই নির্দেশিকায় পশ্চিম মেদিনীপুরে নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হচ্ছেন ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : করোনার চতুর্থ ঢেউয়ে পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত ৮৮৬ জন। তা সামাল দেওয়া সহ একাধিক কারণে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বিভিন্ন জেলার ২৬ জন স্বাস্থ্যকর্তাকে বদলির নির্দেশিকা। সেই নির্দেশিকায় পশ্চিম মেদিনীপুরে নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হচ্ছেন ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।
আরও পড়ুন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মু-কে অভিনন্দন জানিয়ে বিজেপি’র সভা লালগড়ে, শাসকদলকে কটাক্ষ
করোনা পর্বের শুরু থেকে দ্বিতীয় পর্বের কঠিন সময়েও তিনি পশ্চিম মেদিনীপুরের উপ মুখ্য স্বাস্থ্যআধিকারিক হিসেবে পশ্চিম মেদিনীপুরকে সামাল দেওয়ার গুরুদায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবনচন্দ্র হাঁসদা বদলি হয়ে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য আধিকারিক হচ্ছেন। ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রকাশ মৃধা যাচ্ছেন নন্দীগ্রামে। রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে।
Medical Officer
রাজ্যে কয়েকটি বিদ্যালয়েও ছাত্রছাত্রীরা আক্রান্ত। পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে ২১ জুলাই দুপুরে এক নির্দেশিকায় বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বদলি করা হয়েছে। সেই নির্দেশেই পশ্চিম মেদিনীপুরে আসছেন ডাঃ সৌম্যশঙ্কার সারেঙ্গী। তিনি এর আগে দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরে স্বাস্থ্য দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
আরও পড়ুন : কাঁসাই রেল লাইন থেকে মেদিনীপুর শহরের এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
করোনার কঠিন সময়ে তিনি পশ্চিম মেদিনীপুরে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্বে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে গত দেড়বছর আগে তাঁকে বদলি করা হয় নন্দীগ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে। এরপর ফের বদলির নির্দেশিকাতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medical Officer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore