Snatching
পত্রিকা প্রতিনিধি: রাতের অন্ধকারে ছিনতাইয়ের অভিযোগ মেদিনীপুর (Midnapore) গ্রামীণের গুড়গুড়িপাল (Gurguripal) থানার শালডাঙ্গা (Shaldanga) এলাকায়। ঘটনা মুখে মুখে এলাকায় ছড়িয়ে পড়তেই তৎপর গুড়গুড়িপাল থানার পুলিশ। জানা গিয়েছে, গভীর রাত অথবা ভোর বেলায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে মেদিনীপুর (Midnapore) ধেড়ুয়া (Dherua) সড়কের শালডাঙ্গার জঙ্গলে। এলাকার মাছ ব্যবসায়ী ও সবজি বিক্রেতারা ভোর বেলা মেদিনীপুর শহরে যান কেউ বিক্রি করতে অথবা ক্রয় করতে। সেই সময় তাদের পথ আটকে একদল দুষ্কৃতী টাকা সহ বিভিন্ন দামী জিনিসপত্র ছিনতাই করছে বলে অভিযোগ। ঘটনার খবর মুখে মুখে চাউর হতেই পদক্ষেপ নিল গুড়গুড়িপাল থানার পুলিশ। ওই স্থানে লাগানো হয়েছে আলো। রাত থেকে ভোর পর্যন্ত পাহারায় থাকছে পুলিশের গাড়ি। টহল দিচ্ছে পুলিশের বাইক বাহিনী। পঞ্চায়েতের পক্ষ থেকে পরিস্কার করা হয়েছে রাস্তার দু’পাশে থাকা ঝোপঝাড়। গুড়গুড়িপাল থানার ওসি প্রণব কুমার সেনাপতি (Pranab Kumar Senapati) জানিয়েছেন, ঘটনার খবর শোনা গিয়েছে। তবে থানায় কেউ অভিযোগ জানায় নি।
আরও পড়ুন:- দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে
আরও পড়ুন:- আন্ত:রাজ্য বাইক চুরি চক্রে যুক্ত থাকার অভিযোগ, ঝাড়গ্রামের সাঁকরাইলে গ্রেফতার ২
ওখানে সামনে ঘরবাড়ি নেই, অন্ধকার রাস্তা। তাই আলোর ব্যবস্থা করা হয়েছে। সারারাত পুলিশের টহল চলছে। মেদিনীপুর শহরে সবজি বিক্রি করতে যাওয়া এলাকার কৃষকরা জানান, ভোর বেলা বাজারে যাওয়ার সময় কিছু জন তাদের পথ আটকে টাকা চাই। কিন্তু সেই সময় টাকা না থাকায় তাদের ছেড়ে দিলেও মাছ কিনতে যাওয়া ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ। তবে আলোর ব্যবস্থা ও পুলিশের টহল শুরুর পর ছিনতাইয়ের অভিযোগ ওঠেনি। বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠলেও এই ঘটনায় পুলিশের ভূমিকায় খুশি মাছ ও সবজি বিক্রেতারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, ওই এলাকায় বন্ধ হয়ে যাওয়া একটি হোটেলের সামনে বিশাল ঝোপঝাড় ছিল। বাঁক থাকায় দূর থেকে দেখা যেত না রাস্তায় রাতের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে কিনা। ঘটনা শোনার পর রাস্তার পাশে থাকা বিশাল ঝোপঝাড়ও পরিস্কার করা হয়েছে।
আরও পড়ুন ঃ– মেদিনীপুর বনবিভাগে ডেরা বাঁধলো ৭০ টি হাতি, ক্ষতির আশংকা স্থানীয়দের
আরও পড়ুন ঃ– আজকের রাশিফল – ১৯ আগষ্ট ২০২১, বাঃ – ০২ ভাদ্র ১৪২৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Snatching
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore