বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আজ, শনিবার, প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024)। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয়। যে কারণে, এই পূর্ণিমাকে দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা বলেও অভিহিত করা হয়ে থাকে। এদিন বাংলা, ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্তে জগন্নাথদেবের স্নানযাত্রা মহাসমারোহে পালিত হয়। তবে, সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় পুরী ধামে। ফলে, সারা বিশ্বের চোখ এখন পুরীতে(Puri)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন (Snan Yatra 2024)। ওড়িশার জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে রীতি মেনে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে 108 কলসিতে সুগন্ধি জল দিয়ে চতুর্ধামূর্তিকে স্নান করানোর পালা চলে । প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য ৷ অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হবেন প্রভু জগন্নাথ । এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয়। যার ফলে, এদিন জ্বর আসে জগন্নাথদেবের।
Snan Yatra 2024
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
ফলে, ১৫ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। এই সময়ে শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। অন্তরালেই রাখা হয়ে এই তিন দেবদেবীকে। বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচন খেয়ে ১৫ পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব। চিকিৎসায় আরোগ্য লাভ করে দরজা খোলা হয়। সুস্থ হয়ে উঠেই জগন্নাথদেব নতুন বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন। তখন জগন্নাথধামে পালিত হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। এরপর, তিন ভাই-বোন মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে, মহাসমারোহে রথে চেপে তাঁদের মাসির বাড়ি যান।
তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা(Rath Yatra)। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকার অবস্থিত প্রভু জগন্নাথ মন্দিরে, ৭ টি সুবিশাল কলসে করে জল নিয়ে এসে মন্দিরের পুরোহিতরা স্নান করালেনজগন্নাথ দেব, বলরাম দেব ও মাতা সুভদ্রা’কে।মহাপ্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা দেখতে বহু ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গনে।প্রসঙ্গত আগামী ৭ জুলাই পড়েছে রথযাত্রা এবং ১৬ জুলাই পড়েছে জগন্নাথ দেবের পুর্নযাত্রা অর্থাৎ ‘উল্টোরথ’। জগণ্নাথ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘ এবছর শহরজুড়ে রথের পরিক্রমা করানো হবে। নতুন বাজার সংলগ্ন মাসির বাড়িতে জগন্নাথদেবের বিভিন্ন বেশে পুজো ও অন্যান্য ধর্মীয় রীতি পালিত হবে।’
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Snan Yatra 2024
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper