পত্রিকা প্রতিনিধি: কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যেই এক পরিযায়ী শ্রমিককে সাপের কামড়, এমনই ঘটনা ঘটেছে দাসপুর থানার যদুপুরে।করোনা রোগীর সংস্পর্শে আসা মানুষদের জন্য দাসপুরের যদুপুর প্রাথমিক বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টার করা হয় স্বাস্থ্য দফতরের তরফে।জানা যায় বৃহস্পতিবার ভোরে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক স্বর্নশিল্পীকে সাপে কামড় দেয়।খবর পেয়ে বাড়ির লোকেরাই তাঁকে দাসপুর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, সাপে কামড়ানোর পর নূন্যতম স্বাস্থ্য পরিসেবাটুকুও পাননি ওই যুবক।শুধু তাই নয়, সেন্টারে থাকা বাকি পরিযায়ী শ্রমিকেরা জানান,’কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ১৩ তম দিনেও কোনা স্বাস্থ্যকর্মীদের দেখা যায়নি।স্থানীয় এক ক্লাবের দৌলতে দুবেলা দুমুঠো খাবার জুটছে।’
দাসপুর ১ বিডিও বিকাশ নস্কর জানান, ‘ যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক স্বর্নশিল্পীকে সাপে কামড় দিয়েছে বলে আজ ভোর রাতে খব আসে।তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’