Home » Shiksha Ratna Award 2022 : রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেলেন দুই মেদিনীপুরের ৬ ও ঝাড়গ্রামের ১ জন শিক্ষক

Shiksha Ratna Award 2022 : রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেলেন দুই মেদিনীপুরের ৬ ও ঝাড়গ্রামের ১ জন শিক্ষক

by Biplabi Sabyasachi
0 comments

Shiksha Ratna Award 2022 : রাজ্য সরকারের পক্ষ থেকে এই জেলার তিন শিক্ষক-শিক্ষিকাকে এবার শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হল। এদিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি সমস্ত জেলার শিক্ষারত্ন সম্মান তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ের সভাগৃহ থেকে শিক্ষক-শিক্ষিকাদের হাতে এই পুরস্কার প্রদান করা হয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্য সরকারের পক্ষ থেকে এই জেলার তিন শিক্ষক-শিক্ষিকাকে এবার শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হল। এদিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি সমস্ত জেলার শিক্ষারত্ন সম্মান তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ের সভাগৃহ থেকে শিক্ষক-শিক্ষিকাদের হাতে এই পুরস্কার প্রদান করা হয়।

Shiksha Ratna Award 2022
নিজস্ব চিত্র

শিক্ষারত্ন পুরস্কার পেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের অধ্যাপক দেবীদাস ঘোষ। তিনি নিউট্রিজেনোসিকের উপর গবেষণার সঙ্গে যুক্ত। ১৭৫ টি আন্তর্জাতিক জার্নালে তাঁর গবেষণা প্রকাশ পেয়েছে। ৬ টি রেফারেন্স বইতে একটি করে চ্যাপ্টার দেবীদাস বাবুর লেখা। ২০০৫ সালে ইউ.জি.সি. থেকে রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ২০১৭ সালে তিনি পশ্চিমবঙ্গ অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফেলো নির্বাচিত হন।

জাতীয় স্তরে সরকারিভাবে ১৭ টি প্রকল্পের কাজ করেছেন। ভারতীয় রেডক্রস এর সদস্য হিসাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি তিনি। বললেন, “এই ধরনের পুরস্কার আরো বাড়তি কাজের অনুপ্রেরণা যোগায়।” তিনি ছাড়াও শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ব বিভাগের অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়। তাঁকে সাঁওতাল, লোধা, ভূমিজ থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর বিশেষজ্ঞ বলা হয়।

এইসব জনগোষ্ঠীকে নিয়ে দীর্ঘ গবেষণা আছে তাঁর। দিল্লি থেকে প্রকাশিত ১০২ বছরের প্রাচীন জার্নাল ” ম্যান অফ ইন্ডিয়া” এর বর্তমান সম্পাদক পদে রয়েছেন। হাওড়ার একটি কলেজে অধ্যাপনার পর ২০১৫ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যোগদান করেন। তাঁরই উদ্যোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ট্রাইবাল মিউজিয়াম গড়ে উঠেছে। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বললেন, “এই ধরনের পুরস্কার পেলে সত্যি মন ভরে যায়, আগামী দিনে আরও ভালো কাজ করতে পাথেয় হয়ে ওঠে এই পুরস্কার।”

এছাড়াও শিক্ষারত্ন সম্মান পেলেন শালবনি হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষিকা আলপনা দেবনাথ। এই শিক্ষিকা ১৯৯৮ সালে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। জঙ্গলমহলের পিছিয়ে পড়া দরিদ্র ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিজের স্কুলে বুক ব্যাংক তৈরি করেন। এই বুক ব্যাংকে এখন দেড় হাজারেরও বেশি বই রয়েছে। ছাত্র-ছাত্রীদের গাছ লাগানো ও সুস্বাস্থ্য নিয়ে হাতে কলমে সচেতনতার পাঠ দেন।

ব্যক্তিগতভাবে তিনি নিজেও নানান সমাজসেবার সঙ্গে যুক্ত। ক্যান্সার রোগীদের জন্য তিনি নিজের মাথার চুল দান করেছেন। আলপনা দেবী বললেন, “যখন খবরটা পেয়েছি তখন থেকেই খুব ভালো লাগছিল। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, আত্মীয়-পরিজন খুব খুশী। এই পুরস্কার শুধু একা আমার নয় সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ীদের জন্যই এই স্বীকৃতি।

এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহ জোগাবে তা বলার অপেক্ষা রাখে না।” একইরকমভাবে পূর্ব মেদিনীপুর থেকে শিক্ষারত্ন পেলেন পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা। তমলুকের বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের শিক্ষক ডক্টর মৌসম মজুমদার, বৈতালিপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুসময় পান্ডা।

ঝাড়গ্রাম থেকে শিক্ষারত্ন পেলেন কাঁটাপাহাড়ি বিবেকানন্দ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক অসীম কুমার গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের সভাগৃহে শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিবাজী প্রতিম বসু, জেলাশাসক আয়েষা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার প্রমুখ।

আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের

আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Suvendu Adhikari

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.