Home » ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের

‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের

by Biplabi Sabyasachi
0 comments

Thunder resistant umbrella

পত্রিকা প্রতিনিধিঃ সাম্প্রতিক বছরগুলোয় বজ্রপাতে মৃত্যুর মিছিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত নতুন আতঙ্কের নাম হয়ে দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বজ্রপাত সবচেয়ে আলোচনার বিষয়।এরপর থেকে বজ্রপাত রোধে নেওয়া হয় বিশেষ পরিকল্পনা ও সতর্কীকরণ কর্মসূচি। কিন্তু মৃত্যুর মিছিল তাতে থামানো যায়নি। বজ্রপাতের নেপথ্যের কারণ উদ্ঘাটনে গবেষণার শেষ নেই। কিন্তু বজ্রপাত চলাকালীন সময়ে যে পরিমাণ বিদ্যুৎ পৃথিবীতে আছড়ে পড়ে তা ধরে রাখার ব্যবস্থা এখনো উদ্ঘাটিত হয়নি। তবে এহেনঅবস্থায় বজ্রপাত রোধে ছাতা বা ‘থান্ডারস্টিক ফর ফার্মার্স’ (Thunderstick for Farmers) মডেল তৈরি করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পেয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ভগবানপুর (Bhagabanpur) থানার অন্তগর্ত বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতনের (Bahadurpur Deshapran Sikshyaniketan) ষষ্ঠ শ্রেণির ছাত্র শ্রেয়ক পণ্ডা (Shreyak Panda)। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২০-তে রাজ‍্যস্তরীয় খুদে এই বিজ্ঞানী।

আরও পড়ুন:- Google অ্যাপের ফ্রি কোচিং পরীক্ষায় নজরকাড়া সাফল্য মহিষাদলের শৌভিকের

আরও পড়ুন:- ‘রঙ’ বদলালেও পশ্চিম মেদিনীপুরের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বদলাচ্ছে না প্রধান ও উপপ্রধান

Rich results in Google SERP when Searching for "Thunder resistant Umbrella"
নিজস্ব চিত্র

উল্লেখ্য, ভারত সরকারের ” ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন (National Council for Science and Technology Communication)” ও ” ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (Department of Science and Technology)” সহযোগিতায় এবং রাজ্য সায়েন্স কমিউনিকেটর ফোরামের আয়োজনে ” শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২০” এর প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার জন্য চলতি বছরের গত ২০ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এই প্রতিযোগিতায় থান্ডারস্টিক ফর ফার্মার্স মডেল তৈরি করে শ্রেয়ক। তার প্রজেক্ট গাইড ছিলেন স্কুলের টিচার ইনচার্জ নিতাইচরণ পাত্র (Nitaicharan Patra)। শ্রেয়কের এই গবেষণা তাকে জাতীয় স্তরের প্রতিযোগিতা ‘সায়েন্স ফর সাস্টেনেবল লিভিং-২০২১’-এ সুযোগ পেতে সাহায্য করেছে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ভার্চুয়াল মাধ্যমে ‘খুদে বিজ্ঞানী’ শ্রেয়ককে সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়া শ্রেয়কের এই সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার মানুষজন ।

Thunder resistant umbrella

আরও পড়ুন:- গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩, আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে স্থানান্তরিত করা হলো কলকাতায়

জানা গিয়েছে, একটি অব্যবহৃত ছাতা, ৪এমএম তামার তার, পিভিসি পাইপ, ৪এমএম রড দিয়ে আর্থিং যুক্ত ১০ ফুট উচ্চতার মডেল বানিয়েছে শ্রেয়ক। আর্থিং প্রায় দু’তিন ফুট করা যাবে। ফোল্ডিং এই স্টিক বর্ষাকালে কৃষক মাঠে কাজের সময় নিজেই নিয়ে যেতে পারবেন। আকাশে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকলে নিজে যেখানে কাজ করবেন, সেখান থেকে অন্তত ২০-৩০ ফুট দূরে আলের উপর এই স্টিকটি ছাতার মতো পুঁতে দাঁড় করিয়ে দেবেন। উচ্চবিভব যুক্ত বিদ্যুৎ খোলা মাঠে মানুষের থেকে বেশি উচ্চতার তীক্ষ্ণ প্রান্তযুক্ত এই দণ্ডে ধরা পড়বে এবং মাটিতে চলে যাবে। এর ফলে কৃষক বিপন্মুক্ত হবেন।

আরও পড়ুন:- মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ

অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের কো-অর্ডিনেটর কার্তিকচন্দ্র আদক বলেন, জেলার বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতন ও হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের সকল খুদে বিজ্ঞানীর শংসাপত্র ইতিমধ্যে রাজ্যস্তর থেকে বিতরণ করা হয়েছে। তাছাড়া চলতি বছরের আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে ভার্চুয়ালের মাধ্যমে সফলদের অভিনন্দন জানানো হবে রাজ্যস্তরে।পাশাপাশি শ্রেয়কের বাবা অসীমকুমার পণ্ডা বলেন, ছেলে শ্রেয়কের কাজে আমি খুবই গর্বিত। তার এই কাজে বহু মানুষের জীবনকে বাঁচাবে। এর থেকে বড় সাফল্য আর কী হতে পারে!

আরও পড়ুন:- দিদি চাইলেও পর্ষদ বঞ্চনা করছে, অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে প্রকাশ্য দিবালোকে দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Thunder resistant umbrella

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.