Shawl tree worth lakhs of rupees stolen in Chandra forest of Medinipur Sadar
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গল থেকে শাল গাছ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকমাস আগেও প্রায় দুই লক্ষ টাকার শাল গাছ চুরি হয়েছিল। ফের গাছ চুরি হওয়ায় বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া এবং গোয়ালতোড়ে সক্রিয় গাছ পাচার চক্র। এই চক্র কয়েক লক্ষ টাকার শাল গাছ কেটে নিয়ে পালালো রাতের অন্ধকারে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া ফরেস্টে। চাঁদড়ার আমাঝর্ণা ও চাউলপুড়ার জঙ্গলে মোটা ও পুরনো অনেক শাল গাছ রয়েছে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্যপ্রাণ শিকার আটকাতে ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতা প্রচার পুলিশ ও বন দফতরের
সেই সব শাল গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গত কয়েকদিনে পনেরোটির বেশি শাল গাছ কেটেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই গাছ চুরিতে বড় ধরণের কোনো পাচার চক্র কাজ করছে। রাতে পিকআপ ভ্যান গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করছে। ব্যবহার করছে মেশিন করাত। বন দফতরের অনুমান কনকাবতী ও ভাদুতলায় পুলিশের নাকা চেকিং পয়েন্ট থাকায় পিড়াকাটা হয়ে শালবনীর দিকে যাতায়াত করছে পাচারকারীরা। পুলিশেও বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
Chandra Forest
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বেআইনি গুটখা-জর্দার গোডাউনে হানা পুলিশের, গ্রেফতার ১
আরও পড়ুন:- প্রয়াত হলেন মহিষাদল রাজবাড়ির রাজমাতা ইন্দ্রানী গর্গ
রাতেও পুলিশ ও বন দফতরের কর্মীরা পিড়াকাটা, চাঁদড়া, ভাদুতলা, শালবনীতে নজরদারি চালাবে। তবে ফের গাছ চুরি নিয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যদিও বন দফতরের কর্মী সংখ্যা অনেক কম। বিস্তীর্ণ জঙ্গল পাহারা দেওয়াও অসম্ভব। অনেক রেঞ্জে নেই কোনো গাড়ি। বীট অফিসগুলিতেও নেই বাইক। রাতের অন্ধকারে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে কিভাবে সম্ভব গাছ রক্ষা করা, তা নিয়েও প্রশ্ন থাকছে। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, গাছ পাচার চক্র ধরতে কিছু পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন:- ফের হাতির হানায় মৃত্যু শালবনীতে
দিনের বেলাতেও জঙ্গলে পাহারায় থাকছেন বনকর্মীরা। এলাকাবাসীকেও সতর্ক করা হয়েছে রাতে জঙ্গলে গাড়ি ঢুকলে লক্ষ্য নজর রাখার জন্য। জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে আসা অজয় মাহাত, তমাল হাঁসদারা বলেন, আমরা সকালে এসে দেখি গাছ কেটে নিয়েছে কেউ বা কারা। দুবারে মিলে চল্লিশটির মতো গাছ কাটা হয়েছে। মূলত রাতের অন্ধকারেই এই গাছ কাটা হচ্ছে। তাদের অনুমান, কাঠ চেরায় মিলগুলিতে বন দফতর নজরদারি চালালে পাচারকারীরা ধরা পড়তে পারে।
আরও পড়ুন:- মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে পৃথক মিছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Chandra Forest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore