পত্রিকা প্রতিনিধিঃ দ্রুত গতির যান চলাচল রুখতে তৎপর বেলিয়াবেড়া থানার পুলিশ। এদিন বেলিয়াবেড়া থানার বাহারুনার ৯ নং রাজ্য সড়কের উপর দেখা গেল স্পিড মেসিনের দিয়ে গাড়ির গতি মাপা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে যেসব গাড়ির গতি প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটারের বেশি রয়েছে সেই সকল গাড়ি গুলিকে ধড়পাকড় করা হচ্ছে। মূলত দুর্ঘটনা এড়াতে ও গাড়ির গতি কমাতে এহেন উদ্যোগ বলে জানা গেছে।বেলিয়াবেড়া থানার এই উদ্যোগে খুশি এলাকা বাসীরা। প্রসঙ্গত,পথ দুর্ঘটনায় ঠেকাতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও পথদুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে। এমনকি পথ দুর্ঘটনা এড়াতে এর আগেও নানান রকম কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার।তার পরেও পথদুর্ঘটনা বেড়েই চলেছে। কিন্তু এবার পথদুর্ঘটনা ঠেকাতে সম্পূর্ণ অভিনব পথে হেঁটে তাক লাগিয়ে দিল গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া থানা।
0