Home » ঐতিহ্যের রাস উৎসব শুরু মেদিনীপুরের মল্লিকচকে

ঐতিহ্যের রাস উৎসব শুরু মেদিনীপুরের মল্লিকচকে

by Biplabi Sabyasachi
0 comments

The traditional Ras festival started in Medinipur

আরও পড়ুন ঃ-খাবারে বিষ মাখিয়ে দেদার পাখি মেরে মাংস পুড়িয়ে হাড়িয়া ও মদ্যপান, এলাকায় ক্ষোভ

পত্রিকা প্রতিনিধি: শহরের মল্লিক চকে মল্লিকবাড়ির রাস উৎসব শুরু হয়েছে বিপুলব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। বহুকাল ধরে ঐতিহ্যের সঙ্গে এই রাস উৎসব হয়ে আসছে। ওই রাস উৎসবে কেবল স্থানীয়রাই নন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে উৎসব দেখতে আসেন। ওই উৎসবকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায় ভক্তি নিষ্ঠা সহকারে।

পূজার্চনা নামসংকীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান হয় এ বছর করোনা আবহে উৎসবে তেমন আড়ম্বর না থাকলেও ভক্তি নিষ্ঠার খামতি নেই ,ঐতিহ্যবাহী এই রাস উৎসবে।

Advertisement

অপরদিকে প্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের দুবদা রাস উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় ‘রাস উৎসব মেলা’। এ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই রাস উৎসবের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক। তিনি বলেন, “ধর্ম যে যার উৎসব সবার। প্রত্যন্ত গ্রামাঞ্চলে উৎসবে মুখরিত এলাকার বাসিন্দারা। পাঁচ দিন ধরে চলবে নানা সামাজিক অনুষ্ঠান। রয়েছে অন্নদান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।”

এগরার দুবদায় প্রচীন ঐতিহ্যবাহী রাস উৎসব মেলার উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি বরুন পন্ডা, কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাউ, কোষাধ্যক্ষ রথীন্দনাথ সাউ, দুবদার প্রাক্তন উপ-প্রধান খগেন্দ্রনাথ দুয়ারী, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দুয়ারী, শিক্ষক ক্ষিতিশ চন্দ্র সাউ, স্থানীয় পঞ্চায়েত সদস্যা মৌসুমি সাউ (ভূঞা), বিশিষ্ট সমবায়ী সুবোধ কুমার সাউ ও কালীকৃষ্ণ দাস প্রমুখ। এ দিন ফিতা কেটে নবনির্মিত (রাধাগোবিন্দ জিউ) রাস মন্দিরের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন পূর্ণেন্দু পন্ডা।

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

The traditional Ras festival started in Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.