Home » দীঘায় এসে কাঁকাড়া খেয়ে মৃত্যু হল তরুণীর , চাঞ্চল্য এলাকায়

দীঘায় এসে কাঁকাড়া খেয়ে মৃত্যু হল তরুণীর , চাঞ্চল্য এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

Digha

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: আবারও সমুদ্রের কাঁকড়া খেয়ে মৃত্যু হল এক তরুণী পর্যটকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায়‌। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সপরিবারে সঙ্গে দীঘায় বেড়াতে আসেন। এরপর সন্ধ্যায় সমুদ্রের ধারে যখন বেড়াতে যায় তখন রাত্রি নটা নাগাদ সমুদ্রের ধারে বসে জামাইবাবু সঙ্গে কাঁকড়া ভাজা খায় ওই তরুণী। এরপর সী বিচের ধারে তখনই অসুস্থ অনুভব করলে তাকে দীঘা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মেদিনীপুরে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনে তোড়জোড়

Digha
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অনুপস্থিত 20 শতাংশ ছাত্র-ছাত্রী

আর এই ঘটনার পর হতবাক হয়ে পড়ে পরিবারের সদস্যরা।আর এই ঘটনার খবর পেয়ে দীঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত্যু তরুণীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঋত্বিকার এলার্জি ও স্বাস কস্ট ছিলো, যার কারণে এ ঘটনা ঘটেছে। যদিও গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, দীঘা হাসপাতালে সু চিকিত্‍সার বেবস্থা নেই। দীঘার মতো পর্যটন শহরে প্রায় প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক রা আসেন কিন্তু দীঘা তেই উন্নত মানের হাসপাতাল নেই। এমনটাই অভিযোগ পরিবারের যদিও সে বিষয় নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:- দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর দাবি বিজেপির

আরও পড়ুন:- মেলেনি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ অর্থ, বাজেট নিয়েও স্যানিটাইজেশনের টাকা বরাদ্দ না হওয়ায় পশ্চিম মেদিনীপুরে ক্ষোভ প্রাথমিক শিক্ষকদের

তবে প্রশাসনের মহলে নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা কেননা বেশ কিছুদিন ধরে সমুদ্রের ধারে পর্যটকদের নানা রঙের মাছ এবং কাঁকড়া বিচে খাওয়ানো হয় যার ফলে অধিকাংশ পর্যটকও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে তবে খাদ্য দপ্তরের নজর অভাব রয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে সেই সঙ্গে রাত পোহালে বড়দিন এবং বহু পর্যটক ঢল নামবে তাই এ দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছেন এলাকার মানুষ।

আরও পড়ুন:- সাবধান! পশ্চিম মেদিনীপুরে প্রধান শিক্ষকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটক তরুণীর নাম ঋত্বিকা ভগত্‍ (১৯) । তার বাড়ি বীরভূম জেলার রামপুরহাটে। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর দিঘায় বেড়াতে এসে কাঁকড়ার তরকারি খেয়ে মৃত্যু হয়েছিল কলকাতার এক যুবকের। মৃত্য ব্যক্তির নাম সৌমদীপ সিকদার (২২)। কলকাতার বেহালার বাসিন্দা ছিল ওই যুবক। আবারও সৈকতনগরী দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যুর ঘটনা ঘটল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:- বড়দিনের প্রাক্কালে নবরূপে সেজে উঠছে দীঘা, তৎপরতা তুঙ্গে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Digha

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.