Student union protest
আরও পড়ুন ঃ-হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন অর্ধেন্দু ও সাধন
পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া বনমালী কলেজে UG ও PGতে তৃতীয় ও পঞ্চম সেমিস্টার ভর্তি ফি মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয় , সোমবার পাঁশকুড়া বনমালী কলেজ স্টুডেন্ট ইউনিট এর পক্ষ থেকে। জানা যায়, করোনা অতি মারি পরিস্থিতিতে তাদের কলেজ বন্ধ ছিল। কিন্তু তাতেও কলেজের পক্ষ থেকে হঠাৎ করে নোটিশ জারি করা হয় ছাত্র-ছাত্রীদের ভর্তি ফ্রি দিতে হবে।
তারই প্রতিবাদে সোমবার ১১ টা ৩০ মিনিটে পাঁশকুড়া কলেজ গেটের কাছে অবস্থান-বিক্ষোভ নামেন ছাত্র-ছাত্রীরা।এম এসসি, ফিজিকস -এর ছাত্রী বিদিশা জানা বলেন-” করোণা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকায় ভর্তির টাকা নেওয়া চলবে না। সেমিস্টার ফি সম্পূর্ণ মুক্ত করতে হবে। এডমিশন ফী সম্পূর্ণ বাতিল করতে হবে। কলেজ বন্ধ থাকার কারণে তারা কোন ইলেকট্রিক বিল ব্যবহার করেনি, অথচ তারা কেন ইলেকট্রিক বিল দেবে।ল্যাব ব্যবহার না করেও ল্যাবের টাকা কেন দিতে হবে। এই সমস্ত বিষয় গুলির উপর নির্ভর করেই সমস্ত ছাত্র-ছাত্রী একত্রিত হয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে নামেণ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Student union protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore