পত্রিকা প্রতিনিধি: ঐতিহ্যের রাস উৎসব কে ঘিরে ঐ বছর বসেছে না কোনো মেলা ।করোনাকালে উৎসবের অন্যান্য অনুষঙ্গ ছাড়া শুধু প্রথা মেনে পালিত হবে পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড়ের বিখ্যাত রাসযাত্রা। পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এখন সর্বসাধারণের উৎসব। প্রতিবছর এই উৎসব উপলক্ষে মেলায় অন্যান্য এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। প্রতিবছর ঐতিহ্যের ঐ রাস উৎসবের দেখতে দূর-দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। রাস ময়দানে রাজবাড়ির মন্দিরের কুলদেবতা কিশোরাই জিউ বিরাজ করেন। তাঁকে ঘিরেই রাস উৎসবের শুভারাম্ভ হয়। উৎসবকে ঘিরেই প্রতিবছর সাতদিন ধরে মেলা চলে। কিন্তু এবছর করোনা আবহে তা হবে মাত্র দুই দিন 29 শে নভেম্বর ও 3 রা ডিসেম্বর। মেলা সম্পূর্ন বন্ধ থাকছে। রাস ময়দানে বসবে না কোন দোকান। শুধুমাত্র প্রথা মেনেই রাসমন্দিরে আসবেন কিশোরাই জিউ।গেটের বাইরে থেকে বাতাসা ভোগ দিতে পারবেন দর্শনার্থীরা।রাস উৎসবে অন্যান বছরের মতো এবার রাজবাড়ি ঘুরে দেখার সুযোগ পাবে না দর্শনার্থীরা। রাজবাড়ির অধিকাংশ সদস্য ই এবছর আসতে পারছেনা । rasleela, ras, pochetgarh ras leela, radha-krishna, rasleela, rasleela
আজকের পত্রিকা- ৩০ নভেম্বর ২০২০, বাং- ১৪ অগ্রহায়ণ ১৪২৭
রাজ পরিবারের সদস্য সুব্রত নন্দন দাস মহাপাত্র বলেন,করোনার আবহে পঁচেটগড়ের রাসমেলা বন্ধ করার সিদ্ধান্ত নিল মেলা কমিটি । উৎসবের মাঝে সারা গ্রাম মেতে ওঠে, দোকানপাট বাইরে থেকে এসে ব্যবসা করে, সেখানে কার মধ্যে কি আছে বোঝা মুসকিল। সেই মেলায় কোনোভাবে গ্রামবাসীরা এবং ঠাকুর দর্শনার্থীরা সংক্রমিত না হয় সেদিকে নজর রেখে এবছর মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এবং ঠাকুর বের হয় ৫ দিনের জন্য, মন্দির থেকে রাসমঞ্চে ২০০ মিটার দুরে যায়, আবার ফিরেও আসে, তা দিন কমিয়ে দুই দিন করা হয়। রীতি অনুযায়ী যা না করলে নয় অনুষ্ঠানের মধ্যে সেটাই হবে। ৩ রা ডিসেম্বর বিগ্রহ সঙ্গে নিয়ে পথ শো করে শেষ হবে অনুষ্ঠান। মানুষের স্বাস্থ্যের কথা ভেবে , কেউ যাতে কোনো প্রকার সংক্রমিত না হয়, সেদিকে নজর রেখে আমরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি, তবে সামনের বছর বড় করে অনুষ্ঠান করার চিন্তাধারা রয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi